Bollywood Actresses: বলিরেখা, ত্বকের সমস্যা থাকাটা স্বাভাবিক! এমনটাই প্রমাণ করলেন এই বলি-ডিভারা

আমরা সাধারণ মানুষরা অনেকেই ভাবি, অভিনেত্রীদের ত্বক, সৌন্দর্য সব কিছুই নিখুঁত। কিন্তু সব সময় তা হয় না। বলিরেখা, ত্বকে র‍্যাসেস, ট্যান বডি এগুলো সবার মধ্যেই দেখা যায় এবং বলি ডিভা এই বিষয়ে বেশ সচেতন। তাঁরা এই বিষয় কথা বলতেও পিছু পা হন না।

| Edited By: | Updated on: Dec 01, 2021 | 6:50 PM
চলতি করিনা কাপুর খান ৪১ এ পা দিয়েছেন। দুই পুত্রের জননী এখনও সুন্দরী। তবে তাঁর জন্মদিনে স্বামী সইফের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ইন্সটাতে। মুখে নেই কোনও মেকআপ, স্পষ্ট দেখা যাচ্ছে বলিরেখা, ট্যান পড়া শরীর। আর এতেই তিনি ফ্যানদের মন জয় করে নিয়েছেন।

চলতি করিনা কাপুর খান ৪১ এ পা দিয়েছেন। দুই পুত্রের জননী এখনও সুন্দরী। তবে তাঁর জন্মদিনে স্বামী সইফের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ইন্সটাতে। মুখে নেই কোনও মেকআপ, স্পষ্ট দেখা যাচ্ছে বলিরেখা, ট্যান পড়া শরীর। আর এতেই তিনি ফ্যানদের মন জয় করে নিয়েছেন।

1 / 6
ইলিয়ানা সব সময় বলেন যে তিনি ফিল্টার করা ছবি পছন্দ করেন না। আর তারই এক ঝলক দেখা যায় তাঁর ইনস্টাগ্রামে।

ইলিয়ানা সব সময় বলেন যে তিনি ফিল্টার করা ছবি পছন্দ করেন না। আর তারই এক ঝলক দেখা যায় তাঁর ইনস্টাগ্রামে।

2 / 6
সম্প্রতি ত্বকের অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অকপট হয়েছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। যেখানে তিনি ফ্ললেস ব্র্যান্ডের মুখ, সেখানেই নিজের ত্বকের সমস্যা এবং 'ফ্ল' দেখাতে পিছু পান হন ইয়ামি।

সম্প্রতি ত্বকের অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অকপট হয়েছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। যেখানে তিনি ফ্ললেস ব্র্যান্ডের মুখ, সেখানেই নিজের ত্বকের সমস্যা এবং 'ফ্ল' দেখাতে পিছু পান হন ইয়ামি।

3 / 6
এই তালিকায় রয়েছেন জ্যাকলিনও। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাঁর মেকআপহীন মুখ ও আন্ডারআর্মে‌র দাগ স্পষ্ট দেখা যাচ্ছে।

এই তালিকায় রয়েছেন জ্যাকলিনও। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাঁর মেকআপহীন মুখ ও আন্ডারআর্মে‌র দাগ স্পষ্ট দেখা যাচ্ছে।

4 / 6
ত্বক হোক বা বডি শেমিং- এই সব বিষয় নিয়ে সব সময় সচেতন থাকেন বিদ্যা বালন। এহেন বিদ্যাকে পদে পদে শুনতে হয়েছে কটাক্ষ। দেহের আকার নিয়েও হতে হয়েছে ট্রোলড। কিন্তু এসব কিছুই থামিয়ে রাখতে পারেনি বিদ্যাকে।

ত্বক হোক বা বডি শেমিং- এই সব বিষয় নিয়ে সব সময় সচেতন থাকেন বিদ্যা বালন। এহেন বিদ্যাকে পদে পদে শুনতে হয়েছে কটাক্ষ। দেহের আকার নিয়েও হতে হয়েছে ট্রোলড। কিন্তু এসব কিছুই থামিয়ে রাখতে পারেনি বিদ্যাকে।

5 / 6
একই সঙ্গে কঙ্গনা রানাওয়াতের দিওয়ালি লুক নজর কেড়েছে অনেকেরই। অল্প সাজেই সুন্দর দেখাচ্ছে তাঁকে।

একই সঙ্গে কঙ্গনা রানাওয়াতের দিওয়ালি লুক নজর কেড়েছে অনেকেরই। অল্প সাজেই সুন্দর দেখাচ্ছে তাঁকে।

6 / 6
Follow Us: