CWG 2022: কমনওয়েলথ গেমসের জুয়েলারি কালেকশনে রাজকীয় ছোঁয়া, কিনবেন নাকি?
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ছোঁয়া আপনি আপনার জুয়েলারি কালেকশনে চান? এ বার নিশ্চিন্তে তা অর্ডার দিতে পারেন বার্মিংহ্যাম কমনওয়েলথের ওয়েবসাইট থেকে। আসন্ন কমনওয়েলথের জুয়েলারির কালকেশনে রয়েছে সুদৃশ্য কুইন্স ব্যাটন, যা আদতে ব্রোচ। পাশাপাশি থাকছে বার্মিংহ্যাম লোগোর আকারের কানের দুল, নেকলেস এবং কাফলিঙ্কসও। ছবিতে দেখুন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের জুয়েলারি কালেকশন। কোনটা পছন্দ হচ্ছে আপনার?
Most Read Stories