CWG 2022: বিবিএ-র ছাত্রী, পড়াশোনায় তুখোড়, কমনওয়েলথ গেমসে ভারতীয় টিটি স্কোয়াডের দিয়া
Commonwealth Games 2022 : বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে রওনা হয়েছে ভারতের টেবল টেনিস স্কোয়াড। মণিকা বাত্রা, শরৎ কমল, সাথিয়া জ্ঞানেস্করণদের মতো অভিজ্ঞদের সঙ্গে স্কোয়াডে রয়েছেন বেশ কিছু নতুন মুখও। তাঁদের হয়তো আন্তর্জাতিক মঞ্চে তেমন অভিজ্ঞতা নেই, তবে অনেক বড় স্বপ্ন এবং আত্মবিশ্বাস রয়েছে। মহিলাদের সিঙ্গলসে তেমনই একজন দিয়া চিতালে।
Most Read Stories