শরীরে হরমোনের অভাবের কারণে মাত্র ১১ বছর বয়সেই থমকে যাচ্ছিল মেসির দৈহিক বিকাশ। চিকিৎসা বাবদ মাসিক ৯০০ ডলারের খরচ বহন করা সম্ভব ছিল না তাঁর বাবা মায়ের পক্ষে।
সেপ্টেম্বর, ২০০০: হাতের কাছে কাগজ না থাকায় একটি পেপার ন্যাপকিনেই চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা করেন বার্সেলোনার টিম ডিরেক্টর।
সর্বাধিক ইউরোপিয়ান গোল্ডেন বুটের মালিক (৬) লিওনেল মেসি।
২০১১-১২ মরশুমে ৩৭টি ম্যাচে ৫০টি গোল — লা লিগায় এক মরশুমের সর্বোচ্চ গোলদাতা।
স্প্যানিশ ফুটবল ফেডারেশ মেসিকে স্পেনের হয়ে খেলার প্রস্তাব দেয়, কিন্তু তিনি তা গ্রহণ করেননি।
চ্যাম্পিয়ন্স লিগে সবথেকে বেশি হ্যাটট্রিক (৮) মেসির দখলে, গ্রুপ স্টেজে (৬৬) সর্বাধিক গোলের নজির রয়েছে লিওর। লা লিগায়ও রয়েছে সর্বাধিক হ্যাটট্রিকের (৩৬) রেকর্ড।
আর্জেন্টিনার হয়ে ১৬২টি আন্তর্জাতিক খেলে ৮৬ গোলার বিরল কীর্তি রয়েছে লিও মেসির।
কোনও একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোল (৬৭২) করার রেকর্ডের মালিক লিওনেল মেসি।
এক মরশুমে সর্বাধিক ৯১ গোলের রেকর্ড, এল ক্লাসিকোতে সর্বাধিক ২৬টি গোল করেছেন লিও।
৭ টি ব্যালন ডি'ওরের একমাত্র মালিক লিওনেল মেসি।