How to Do Threading: মুখের লোম থেকে শুরু করে কালো দাগ উঠে যাবে দু’দিনেই যদি বাড়িতেই করেন এই ফেসিয়াল

How to wax at home: কোনওদিন রোদ তো কোনওদিন মেঘ, বৃষ্টি। এতে ত্বকের উপরও ক্ষতিকর প্রভাব পড়ে। সঙ্গে ধুলো, দূষণ তো আছেই। অফিসে যাওয়ার সময় বা বাড়ি থেকে বেরনোর সময় অধিকাংশই মুখে ক্রিম মেখে বেরোন

| Edited By: | Updated on: Feb 23, 2024 | 8:46 AM
দূষণ আর আবহাওয়ার পরিবর্তনের জন্য মুখে কালো দাগ ছোপ পড়ে। ঋতু পরিবর্তনের এই সময়ে ত্বকের সমস্যা অনেক বেশি প্রকট হয়। এই সময় ঠান্ডা থেকে হঠাৎ করেই গরম পড়ে। বর্তমানে খামখেয়ালি আবহাওয়াতে যেমন ঠান্ডা লাগছে তেমনই ত্বকের সমস্যা বাড়ছে

দূষণ আর আবহাওয়ার পরিবর্তনের জন্য মুখে কালো দাগ ছোপ পড়ে। ঋতু পরিবর্তনের এই সময়ে ত্বকের সমস্যা অনেক বেশি প্রকট হয়। এই সময় ঠান্ডা থেকে হঠাৎ করেই গরম পড়ে। বর্তমানে খামখেয়ালি আবহাওয়াতে যেমন ঠান্ডা লাগছে তেমনই ত্বকের সমস্যা বাড়ছে

1 / 8
কোনওদিন রোদ তো কোনওদিন মেঘ, বৃষ্টি। এতে ত্বকের উপরও ক্ষতিকর প্রভাব পড়ে। সঙ্গে ধুলো, দূষণ তো আছেই। অফিসে যাওয়ার সময় বা বাড়ি থেকে বেরনোর সময় অধিকাংশই মুখে ক্রিম মেখে বেরোন

কোনওদিন রোদ তো কোনওদিন মেঘ, বৃষ্টি। এতে ত্বকের উপরও ক্ষতিকর প্রভাব পড়ে। সঙ্গে ধুলো, দূষণ তো আছেই। অফিসে যাওয়ার সময় বা বাড়ি থেকে বেরনোর সময় অধিকাংশই মুখে ক্রিম মেখে বেরোন

2 / 8
সারাদিনের পরিশ্রমের পর বাড়ি ফিরে মুখ আর ভাল করে ধোওয়া হয় না। এর ফলে মুখে নোংরার স্তর পড়তে থাকে। মুখে হাওয়া চলাচল হয় না। ত্বক বুড়িয়ে যেতে থাকে। আজকাল অনেকের মুখেই লোমের আধিক্য বেশি

সারাদিনের পরিশ্রমের পর বাড়ি ফিরে মুখ আর ভাল করে ধোওয়া হয় না। এর ফলে মুখে নোংরার স্তর পড়তে থাকে। মুখে হাওয়া চলাচল হয় না। ত্বক বুড়িয়ে যেতে থাকে। আজকাল অনেকের মুখেই লোমের আধিক্য বেশি

3 / 8
এর নেপথ্যে অন্যতম কারণ হল হরমোনের অসামঞ্জস্যতা। শরীরে হরমোনের মধ্যে যদি কোনও রকম সামঞ্জস্যতা না থাকে তাহলে সেখান থেকে ত্বকের ক্ষতি হয়। মুখে প্রয়োজনের বেশি লোম বেরোয়। এই লোম তোলার পদ্ধতিও বেশ কষ্টদায়ক

এর নেপথ্যে অন্যতম কারণ হল হরমোনের অসামঞ্জস্যতা। শরীরে হরমোনের মধ্যে যদি কোনও রকম সামঞ্জস্যতা না থাকে তাহলে সেখান থেকে ত্বকের ক্ষতি হয়। মুখে প্রয়োজনের বেশি লোম বেরোয়। এই লোম তোলার পদ্ধতিও বেশ কষ্টদায়ক

4 / 8
সব সময় সবার পক্ষে পার্লারে গিয়ে সেই লোম তোলা সম্ভব হয় না। আর তাই বাড়িতেই মেনে চলুন এই টোটকা। এই ফেসিয়াল বাড়িতে করলেই দারুণ কাজ হয়। মুখের উপর যে অবাঞ্ছিত লোম থাকে তা সহজেই বাড়িতে দূর করে ফেলতে পারবেন

সব সময় সবার পক্ষে পার্লারে গিয়ে সেই লোম তোলা সম্ভব হয় না। আর তাই বাড়িতেই মেনে চলুন এই টোটকা। এই ফেসিয়াল বাড়িতে করলেই দারুণ কাজ হয়। মুখের উপর যে অবাঞ্ছিত লোম থাকে তা সহজেই বাড়িতে দূর করে ফেলতে পারবেন

5 / 8
২ চামচ চিনির মধ্যে হাফ কাপ জল মিশিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য হলুদ মিশিয়ে নিতে হবে। প্রতি সপ্তাহে একদিন করে এই ফেসিয়াল করে নিন। এর মধ্যে ২ চামচ বেসন ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার তা ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চটচটে হয়ে যায়। চটচটে হলে তবেই লোম উঠবে

২ চামচ চিনির মধ্যে হাফ কাপ জল মিশিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য হলুদ মিশিয়ে নিতে হবে। প্রতি সপ্তাহে একদিন করে এই ফেসিয়াল করে নিন। এর মধ্যে ২ চামচ বেসন ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার তা ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চটচটে হয়ে যায়। চটচটে হলে তবেই লোম উঠবে

6 / 8
কম আঁচে সময় নিয়ে ফোটান। ওয়াক্সিং এই ভাবে খুব সহজে করতে পারবেন। একটা বাটিতে এই আঠা ঢেলে ঠান্ডা করে নিতে হবে। মুখ প্রথমে শুকনো করে মুছে নিতে হবে। এবার ঠোঁটের উপর, থুতনিতে মোটামুটি যেখানে লোম আছে সেখানে লাগিয়ে নেবেন

কম আঁচে সময় নিয়ে ফোটান। ওয়াক্সিং এই ভাবে খুব সহজে করতে পারবেন। একটা বাটিতে এই আঠা ঢেলে ঠান্ডা করে নিতে হবে। মুখ প্রথমে শুকনো করে মুছে নিতে হবে। এবার ঠোঁটের উপর, থুতনিতে মোটামুটি যেখানে লোম আছে সেখানে লাগিয়ে নেবেন

7 / 8
৩০ মিনিট এভাবে রাখুন যাতে সম্পূর্ণ শুকিয়ে যায়। এবার একটা শুকনো তোয়ালে দিয়ে ঘষে ঘষে লোম তুলে নিতে হবে। সারা মুখে ঘষে ঘষে লোম তুলে নিতে হবে। মুখ এরপর ধুয়ে নিন ভাল করে। একটা ফিটকিরি গুঁড়ো করে জলে ভিজিয়ে তা তুলো দিয়ে মুখের চারপাশে লাগিয়ে নিন। এতে সব লোম দূর হয়ে যাবে

৩০ মিনিট এভাবে রাখুন যাতে সম্পূর্ণ শুকিয়ে যায়। এবার একটা শুকনো তোয়ালে দিয়ে ঘষে ঘষে লোম তুলে নিতে হবে। সারা মুখে ঘষে ঘষে লোম তুলে নিতে হবে। মুখ এরপর ধুয়ে নিন ভাল করে। একটা ফিটকিরি গুঁড়ো করে জলে ভিজিয়ে তা তুলো দিয়ে মুখের চারপাশে লাগিয়ে নিন। এতে সব লোম দূর হয়ে যাবে

8 / 8
Follow Us: