ভি বালসারার ব্যবহার করা এই প্র্যাট রিড অ্যান্ড কোম্পানির হাতির মাথাওয়ালা পিয়ানোটা একসময়ে ছিল ১৬ নম্বর অক্রূর দত্ত লেনের ঘরে। এই পিয়ানোর ওপরে ছিল মা সারদা, উত্তমকুমার, বালসারার সন্তান আর সলিল চৌধুরীর ছবি। সলিল সম্পর্কে অগাধ সম্মান ছিল বালসারার। সলিলের বাঁধানো ছবি রোজ একটা রুমাল দিয়ে মুছে সেই রুমালটা নিজের কপালে বুলিয়ে বলতেন, "তোমার সব গুণ আমায় দাও।" মৃত্যুর আগে তিনি এই পিয়ানো এইচ পাল অ্য়ান্ড কোম্পানিকে ফেরত দিয়ে দেন।