La Liga: এস্পানিওলকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক রিয়াল মাদ্রিদের

লা লিগায় (La Liga) রবিরাতে এস্পানিওলকে (Espanyol) ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। রিয়ালের হয়ে জোড়া গোল করিম বেঞ্জেমার। অপর একটি গোল ভিনিসিয়াস জুনিয়র এর। অন্যদিকে এস্পানিওলের হয়ে একমাত্র গোলটি করেন জোসেলু।

| Edited By: | Updated on: Aug 29, 2022 | 10:36 AM
লা লিগায় (La Liga) রবিরাতে এস্পানিওলকে (Espanyol) ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। রিয়ালের হয়ে জোড়া গোল করিম বেঞ্জেমার। অপর একটি গোল ভিনিসিয়াস জুনিয়র এর। অন্যদিকে এস্পানিওলের হয়ে একমাত্র গোলটি করেন জোসেলু। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

লা লিগায় (La Liga) রবিরাতে এস্পানিওলকে (Espanyol) ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। রিয়ালের হয়ে জোড়া গোল করিম বেঞ্জেমার। অপর একটি গোল ভিনিসিয়াস জুনিয়র এর। অন্যদিকে এস্পানিওলের হয়ে একমাত্র গোলটি করেন জোসেলু। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

1 / 5
ম্যাচের ১২ মিনিটের মাথায় তোচুয়ামেনির পাস থেকে রিয়ালের হয়ে প্রথম গোল ভিনিসিয়াস জুনিয়রের। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

ম্যাচের ১২ মিনিটের মাথায় তোচুয়ামেনির পাস থেকে রিয়ালের হয়ে প্রথম গোল ভিনিসিয়াস জুনিয়রের। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

2 / 5
৪৩ মিনিটের মাথায় এস্পানিওলকে সমতায় ফেরান জোসেলু। (ছবি-টুইটার)

৪৩ মিনিটের মাথায় এস্পানিওলকে সমতায় ফেরান জোসেলু। (ছবি-টুইটার)

3 / 5
ড্র দিয়ে শেষ হতে চলা ম্যাচের ৮৮ মিনিটে করিম বেঞ্জেমা এগিয়ে দেন রিয়ালকে। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

ড্র দিয়ে শেষ হতে চলা ম্যাচের ৮৮ মিনিটে করিম বেঞ্জেমা এগিয়ে দেন রিয়ালকে। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

4 / 5
৯০+১০ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুতে দেন রিয়াল তারকা করিম বেঞ্জেমা। যার ফলে লা লিগায় জয়ের হ্যাটট্রিক করে লিগ টেবলের শীর্ষেই রইল রিয়াল মাদ্রিদ। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

৯০+১০ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুতে দেন রিয়াল তারকা করিম বেঞ্জেমা। যার ফলে লা লিগায় জয়ের হ্যাটট্রিক করে লিগ টেবলের শীর্ষেই রইল রিয়াল মাদ্রিদ। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

5 / 5
Follow Us: