Roger Federer: রজার ‘রাজা’-র বিদায়ে কেঁদে ভাসালেন রাফা, ফেডেরারের চোখেও জল
লেভার কাপে শেষ বার ব়্যাকেট হাতে নামবেন রজার ফেডেরার, তা ঠিক ছিল। বিদায়ের সুর সব সময়ই বিষাদের। কান্নাভেজা চোখ নিয়ে টেনিস কেরিয়ারে ইতি টানলেন ২০ টি গ্র্যান্ড স্লামের মালিক। রজার 'রাজা'-র বিদায়ের দিন না কেঁদে থামতে পারলেন না রাফায়েল নাদালও।
Most Read Stories