Ostrava Open: ২০২১ সালে প্রথম ট্রফির সৌভাগ্য হল সানিয়া মির্জার
ক্লিভল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে (Sania Mirza)। কিন্তু ওস্তারভা ওপেনে চিনা সঙ্গী শুই ঝ্যাংয়ের (Shuai Zhang) সঙ্গে জুটিতে চ্যাম্পিয়ন হলেন সানিয়া মির্জা। চলতি বছরে এটিই সানিয়ার প্রথম ট্রফি। ডব্লিউটিএ-৫০০ এর ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাটলিন ক্রিশ্চিয়ান (Kaitlyn Christian) ও নিউজিল্যান্ডের এরিন রাউটলিফ (Erin Routliffe) জুটিকে ৬-৩, ৬-২ ব্যবধানে হারান ইন্দো-চিন জুটি।
Most Read Stories