CSK vs GT, IPL 2023 Final Highlights: শেষ বলে জয় চেন্নাই সুপার কিংসের

| Edited By: | Updated on: May 30, 2023 | 3:04 AM

Chennai Super Kings vs Gujarat Titans IPL 2023 Live Updates: নির্ধারিত সূচি অনুযায়ী, আইপিএল-২০২৩ এর ফাইনাল ২৮ মে হয়নি। আজ ২৯ মে পাওয়া যাবে এ বারের আইপিএল চ্যাম্পিয়ন। আমেদাবাদে আজ মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। দেখুন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের ফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

CSK vs GT, IPL 2023 Final Highlights: শেষ বলে জয় চেন্নাই সুপার কিংসের
আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সImage Credit source: Graphics - TV9Bangla

আমেদাবাদ : সুপার সানডে-তে আইপিএলের মেগা ফাইনাল হওয়ার কথা ছিল। বৃষ্টির সঙ্গে দুরন্ত লড়াই চলেছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মাঠকর্মীদের। আইপিএলের ১৬তম সংস্করণের ফাইনালে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans)। রবিবার মাঠের লড়াই দেখা সম্ভব হয়নি। রবিবার চ্যাম্পিয়ন হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টিই। ফাইনাল গড়ায় রিজার্ভ ডে-তে। সোমবারও তাড়া করল বৃষ্টি। টস হেরে প্রথমে ব্যাট করে চেন্নাইকে ২১৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল গুজরাট টাইটান্স। যদিও ফের বৃষ্টি, সময়ের নিরিখে ম্যাচ গড়ায় তৃতীয় দিনে। রাত ১২.১০ নাগাদ ফের ম্যাচ শুরু হয়। ডিএলএসে চেন্নাইয়ের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৭১। শেষ ওভারে নাটকীয় পরিস্থিতি। ১৩ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। অভিজ্ঞ মোহিত শর্মা প্রথম চার বলে দেন মাত্র তিন রান। স্যার জাডেজা শেষ দু বলে ছয় এবং চার মেরে চেন্নাইকে পঞ্চম ট্রফি জেতান।  TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স (CSK vs GT) ম্যাচের খুঁটিনাটি তথ্য।

Key Events

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার

টানা দ্বিতীয় বার ট্রফি জেতা হল না। তবে এই মরসুমটা শুভমন গিলের। জিতলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট।

চেন্নাইয়ের পঞ্চম ট্রফি

ট্রফির নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলল চেন্নাই সুপার কিংস। দু-দলের ক্যাবিনেটেই পাঁচটি করে ট্রফি।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 30 May 2023 03:03 AM (IST)

    সুপারস্টার

    টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়নের ট্রফি জেতা হল না। তবে এ বারের আইপিএলের সুপারস্টার শুভমনই : গুজরাটের ট্র্যাজিক নায়ক, ‘পরাজিত’ শুভমনই এ বারের আইপিএলের সুপারস্টার

  • 30 May 2023 02:33 AM (IST)

    মাহির স্যার জাডেজা

    মাহিই নাম দিয়েছিলেন স্যার রবীন্দ্র জাডেজা। ট্রফি জিতিয়ে মাহিকে স্পেশাল গিফ্ট জাড্ডুর। অথচ কত ধোঁয়াশাই না ছিল তাঁদের সম্পর্ক নিয়ে! পড়ুন বিস্তারিত : একেই বলে কর্মফল! ম্যাচ জিতিয়ে ধোনির কোলে জাডেজা

  • 30 May 2023 02:30 AM (IST)

    গোল্ডেন ডাক, পঞ্চম ট্রফি

    ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল…। এমন ছবিই দেখতে চেয়েছিল গ্যালারি। তবে গোল্ডেন ডাক মাহি। তাঁর স্বপ্ন পূরণ করলেন স্যার জাডেজা : ধোনি কাঁদলেন, ধোনি হাসলেন

  • 30 May 2023 02:27 AM (IST)

    ম্যাচ রিপোর্ট…

    রুদ্ধশ্বাস একটা ম্যাচ। ট্র্যাজিক নায়ক মোহিত শর্মা। বিস্তারিত ম্যাচ রিপোর্ট পডুন : ‘তিন দিনে’র নাটকীয় ফাইনাল, পঞ্চম বার চ্যাম্পিয়ন চেন্নাই

  • 30 May 2023 01:27 AM (IST)

    আন-লাকি থার্টিন

    শেষ ওভারে ১৩ রান প্রয়োজন সিএসকের। কার জন্য আন লাকি হবে! মোহিত শর্মা এর আগে লখনউয়ের বিরুদ্ধে ১২ রান ডিফেন্ড করেছিলেন। প্রথম বলই ডট। দ্বিতীয় বলে ১ রান। তৃতীয় বলেও ১ রান। বাকি ৩ বলে প্রয়োজন ১১ রান। চতুর্থ বলেও ১ রান। ২ বলে ১০ রান প্রয়োজন। পঞ্চম বলে জাডেজার ছক্কা। শেষ বলে বাউন্ডারি চাই।

  • 30 May 2023 01:11 AM (IST)

    প্রস্তুত মাহি

    ড্রেসিংরুম থেকে ডাগআউটে এলেন ধোনি। তাহলে কি উইকেট পড়লে তিনি নামবেন? প্রথম বলেই মহেন্দ্র সিং ধোনিকে ফেরালেন।

  • 30 May 2023 01:08 AM (IST)

    ক্রিজে রায়াডু

    কেরিয়ারের শেষ ইনিংস। এই ম্যাচের পরই অবসর নেবেন অম্বাতি রায়াডু।

  • 30 May 2023 12:57 AM (IST)

    অনবদ্য নুর

    তিন ওভারের স্পেলে একটিও বাউন্ডারি দিলেন না গুজরাট শিবিরে আফগান বাঁ হাতি লেগস্পিনার নুর আহমেদ। তাঁর তিন ওভারে এল মাত্র ১৭ রান। স্পেলের দ্বিতীয় ওভারে ফিরিয়েছিলেন সিএসকে-র দুই ওপেনারকে।

  • 30 May 2023 12:42 AM (IST)

    নুরের ব্রেক থ্রু

    পাওয়ার প্লে শেষ হতে নুর আহমেদের প্রথম ওভারে মাত্র ৬ রান এসেছিল। যাতে আস্কিং রেট কিছুটা হলেও বাড়ে। নুরের দ্বিতীয় ওভারেই ব্রেক থ্রু পেল টাইটান্স। ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট নিলেন তিনি। ওভারের শেষ বলে ফেরালেন আর এক ওপেনার ডেভন কনওয়েকে। ২৫ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডেভন। দুই সেট ব্যাটার আউট হওয়ায় চাপে চেন্নাই।

  • 30 May 2023 12:31 AM (IST)

    পাওয়ার প্লে শেষ…

    পাওয়ার প্লে শেষ হতেই বাঁ হাতি লেগ স্পিনার নুর আহমেদকে আক্রমণে আনেন টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই ওভারে এল মাত্র ৬ রান।

  • 29 May 2023 11:55 PM (IST)

    ডিএলএস

    ডাকওয়ার্থ লুইসে নতুন টার্গেট

    ১৫ ওভারে ১৭১ রান প্রয়োজন চেন্নাই সুপার কিংসের।

    পাওয়ার প্লে ১-৪ ওভার।

    একজন সর্বাধিক ৩ ওভার বোলিং করতে পারবেন।

    ওভার প্রতি ১১.৪ রান প্রয়োজন।

    চেন্নাই ইনিংসে তিন বল হয়েছিল। আপাতত লক্ষ্য ৮৭ বলে ১৬৭ রান।

  • 29 May 2023 10:51 PM (IST)

    মাঠ পরিদর্শনে আম্পায়ার

    মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা। মূল পিচের পাশের পিচ ভেজা। তাতে কাঠের গুড়ো দিয়ে রোল করা হয়েছে। আম্পায়াররা সেটা পরীক্ষা করে দেখলেন। এখনও অবধি ওভার কমার খবর নেই।

  • 29 May 2023 09:47 PM (IST)

    ইমপ্যাক্ট প্লেয়ার জশ

    সাই সুদর্শনের পরিবর্তে গুজরাট টাইটান্সের ইমপ্যাক্ট প্লেয়ার জশ লিটল।

  • 29 May 2023 09:41 PM (IST)

    রিজার্ভ ডে-তেও তাড়া করছে বৃষ্টি

    বৃষ্টি থেকে রেহাই নেই। রিজার্ভ ডে-তেও তাড়া করছে বৃষ্টি।

  • 29 May 2023 09:38 PM (IST)

    লক্ষ্য ২১৫, নজির হবে?

    আইপিএল ফাইনালের ইতিহাসে ২০০-র বেশি রান তাড়া করে জেতেনি কোনও দল। চেন্নাই সুপার কিংসের লক্ষ্য ২১৫। নজির গড়তে পারবে চেন্নাই?

  • 29 May 2023 09:21 PM (IST)

    সুপার হিট সাই

    ফাইনালের মঞ্চে অনবদ্য ইনিংস সাই সুদর্শনের। বিস্তারিত পড়ুন : শুভমনের ফ্লপ শো, মোতেরায় সুপার হিট সুদর্শন

  • 29 May 2023 08:47 PM (IST)

    সাইয়ের সুদর্শন হাফসেঞ্চুরি

    এ বারের আইপিএলে তরুণদের মধ্যে অন্যতম সেরা পারফরম্যান্স সাই সুদর্শনের। ফাইনালের মঞ্চে হাফসেঞ্চুরি তাঁর ব্যাটে। ৩৩ বলে অর্ধশতপান পূর্ণ করলেন সাই।

  • 29 May 2023 08:39 PM (IST)

    অনবদ্য ইনিংসের ইতি

    কেরিয়ারে আরও একটা আইপিএল ফাইনাল। অনবদ্য অর্ধশতরান ঋদ্ধিমান সাহার। ৩৯ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলে ফিরলেন ঋদ্ধি। পডুন বিস্তারিত : ‘ব্রাত্য’ ঋদ্ধি ফাইনালেও অনবদ্য, ফের ঝকঝকে হাফসেঞ্চুরি

  • 29 May 2023 08:00 PM (IST)

    নাটকীয় পাওয়ার প্লে

    ইনিংসের দ্বিতীয় ওভারেই শর্ট স্কোয়ার লেগে শুভমন গিলের ক্যাচ ফেলেন দীপক চাহার। তেমনই নিজের বোলিংয়ে ঋদ্ধিমান সাহার ক্যাচও পড়ে চাহারের। পাওয়ার প্লে-র শেষ ওভারে স্পিন। তাতেও শুভমন-ঋদ্ধিকে আটকানো যায়নি। পাওয়ার প্লে শেষ হতেই রান আউট থেকে রক্ষা পেলেন শুভমন। জাডেজা বল কালেক্ট করলে নিশ্চিত রান আউট ছিলেন শুভমন।

  • 29 May 2023 07:41 PM (IST)

    ম্যাচ মিস!

    ব্যক্তিগত ৩ রানে শুভমনের ক্যাচ ফেললেন দীপক চাহার। তুষার দেশপান্ডের বোলিংয়ে শর্ট স্কোয়ার লেগে মিস। গত ম্যাচে শুভমনের ক্যাচ পড়েছিল, সেখান থেকে ১২৯ রানের বিধ্বংসী ইনিংস। ইনিংসের দ্বিতীয় ওভারেই জীবন পেলেন শুভমন। নিজের বোলিংয়ে এ বার ঋদ্ধির হাফ চান্স ক্যাচ মিস।

  • 29 May 2023 07:25 PM (IST)

    কোন বাউন্ডারি টার্গেট!

    স্ট্রেট বাউন্ডারি সবচেয়ে বড়। থার্ড ম্যান এবং ডিপ পয়েন্টের দিকে বাউন্ডার অনেকটাই ছোট। তার তুলনায় সামান্য বড় স্কোয়ার বাউন্ডারি।

  • 29 May 2023 07:17 PM (IST)

    হচ্ছে ম্যাচ, কী বললেন ধোনি!

    টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনি। বিস্তারিত জেনে নিন : আকাশ ঝকঝকে, মোদী স্টেডিয়ামে নির্বিঘ্নে টস জিতলেন ধোনি

  • 29 May 2023 07:11 PM (IST)

    একাদশ আপডেট

    গুজরাট টাইটান্স: ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মা, রশিদ খান, নুর আহমেদ, মহম্মদ সামি

    সাবস্টিটিউট : জশ লিটল, শ্রীকার ভরত, ওডিন স্মিথ, সাই কিশোর, শিবম মাভি

    চেন্নাই সুপার কিংস : ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মইন আলি, অম্বতি রায়াডু, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাতিসা পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা

    সাবস্টিটিউট : শিবম দুবে, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, আকাশ সিং

  • 29 May 2023 06:52 PM (IST)

    মাঠে ধোনি, গ্যালারিতে কিং

    মাঠে ওয়ার্ম আপ করছেন মহেন্দ্র সিং ধোনি। স্টেজে গান গাইছেন ব়্যাপার কিং। গান শুনতে শুনতে মাহিকে মাঠে দেখা। উচ্ছ্বাসে ভাসছে গ্যালারি।

  • 29 May 2023 06:47 PM (IST)

    দর্শক সংখ্যা কমেছে!

    আগের দিনের মতো কানায় কানায় পূর্ণ নয় স্টেডিয়াম! ম্যাচ শুরুর আগে চিত্রটা বদলে যেতে পারে। এখনও অনেকটা সময় বাকি।

  • 29 May 2023 06:34 PM (IST)

    ওয়ার্ম আপ শুরু

    প্লেয়াররা ওয়ার্ম আপ শুরু করেছেন। সিএসকে ড্রেসিংরুম থেকে বেরনোর সিঁড়ির ফেন্সিংয়ের দু-ধারে দর্শকদের ভিড়। হাতে মোবাইল। ধোনির অপেক্ষা।

  • 29 May 2023 06:24 PM (IST)

    দেরি করে মাঠে ধোনিরা!

    আগের দিনের তুলনায় অনেকটাই দেরি করে হোটেল ছাড়েন চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স ক্রিকেটাররা। আগের দিন আপেক্ষা করেই ফিরে যেতে হয়েছে। আজ ম্যাচের প্রত্যাশা। এখনও অবধি আবহাওয়া সেই স্বপ্নই দেখাচ্ছে।

  • 29 May 2023 05:17 PM (IST)

    রয়েছে ফাইনালের টিকিট, কিন্তু ছেঁড়া; আপনার ভাগ্যে ম্যাচ দেখা জুটবে?

    রিজার্ভ ডেতে মেগা ফাইনালের সময় ঘনিয়ে এসেছে। রবিবারের বৃষ্টির দাপটে অনেক দর্শকের আইপিএল ফাইনাল ম্যাচের টিকিট ছিঁড়ে দু’ভাগ হয়েছে। বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তাঁরা কি ফাইনাল ম্যাচ দেখতে পাবেন?

    পড়ুন বিস্তারিত – IPL 2023 Final: রয়েছে ফাইনালের টিকিট, কিন্তু ছেঁড়া; আপনার ভাগ্যে ম্যাচ দেখা জুটবে?

  • 29 May 2023 04:53 PM (IST)

    কী ইঙ্গিত দিচ্ছেন বরুণ দেব?

    আমেদাবাদের আকাশে মেঘের আনাগোনা। কী ইঙ্গিত দিচ্ছেন বরুণ দেব?

  • 29 May 2023 04:20 PM (IST)

    এই ভিডিয়ো দুই দলের সমর্থকদের মনে আশা জাগাবে

    আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের অবস্থা গতকাল রাতের থেকে অনেক ভালো। বৃষ্টিও পড়ছে না। বৃষ্টি না হলে পুরো ম্যাচ হওয়ার সম্ভবনা থাকছে।

  • 29 May 2023 03:35 PM (IST)

    আমেদাবাদে পরিষ্কার আকাশ

    এখন আমেদাবাদের আকাশ পরিষ্কার। বিকেলের দিকে বৃষ্টির সম্ভবনা রয়েছে। শেষ অবধি আইপিএল-২০২৩ এর ফাইনাল ম্যাচ হবে তো?

  • 29 May 2023 03:22 PM (IST)

    ধোনি প্রেমে বিভোর, স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে কাটল রাত; আজ দেখবেন ফাইনাল

    তুমুল বৃষ্টির কারণে রবিবার আইপিএলের ফাইনাল হয়নি। আজ, সোমবার ১৬তম আইপিএলের রিজার্ভ ডে। আজ হওয়ার কথা এ বারের আইপিএল ফাইনাল। গতকালের টিকিটেই দেখা যাবে আজকের ম্যাচ। দূরদূরান্ত থেকে আমেদাবাদে ম্যাচ দেখতে আসা ধোনির ফ্যানেরা রাতের বেলার ম্যাচ শেষ হলে নিজের বাড়ি ফেরার জোগাড় করতেন। কিন্তু, রবিবার ম্যাচ না হওয়ায় অনেকেই থেকে গিয়েছেন আমেদাবাদে।

    পড়ুন বিস্তারিত – MS Dhoni: ধোনি প্রেমে বিভোর, স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে কাটল রাত; আজ দেখবেন ফাইনাল

  • 29 May 2023 01:35 PM (IST)

    আমেদাবাদে আজ ভ্যাবচ্যাক পিচ? টিম বানাতে হিমশিম খাচ্ছেন ধোনি-হার্দিক!

    ময়দানি ক্রিকেটে পিচ বোঝাতে কিছু কথার চল আছে। পাটা পিচ, মানে রানে ভরপুর। স্পিনার কিংবা পেস বোলারদের কাছে এমন পিচ বধ্যভূমি। আরও ভালো বললে, খাবার নেই। বিপক্ষের উইকেট তোলার থেকে বেশি এমন ময়দানি পিচে রান আটকানোই একমাত্র মন্ত্র হয়ে যায় বোলারদের। আবার যদি ম্যাচের আগের দিন ভরপুর বৃষ্টি হয়, তা হলে ওই পাটা পিচেই সোনার ফসল ফলান বোলাররা। এমন পিচকে ব্যাটাররা কী নামে ডাকেন? ভ্যাবচ্যাক পিচ!

    পড়ুন বিস্তারিত – CSK vs GT, IPL 2023 Final : আমেদাবাদে আজ ভ্যাবচ্যাক পিচ? টিম বানাতে হিমশিম খাচ্ছেন ধোনি-হার্দিক!

  • 29 May 2023 01:25 PM (IST)

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের ছাদ ফুটো! তীব্র বিতর্কে জেরবার বোর্ড

    CSK vs GT, IPL 2023 Final : আমেদাবাদে রবিবার সন্ধে থেকে তাণ্ডব দেখিয়েছে বৃষ্টি। জলে থই থই অবস্থা হয় স্টেডিয়ামের। যার ফলে, দুরন্ত বৃষ্টিতে ধুয়ে যায় রবিবারের আইপিএলের ফাইনাল (IPL 2023 Final)। তাই রিজার্ভ ডেতে (IPL 2023 Final Reserve Day) গড়িয়েছে মেগা ফাইনাল। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে, নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের ফুটো থাকা ছাদ থেকে অঝোরে বৃষ্টির জল পড়ছে।

    পড়ুন বিস্তারিত – IPL 2023 Final: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের ছাদ ফুটো! তীব্র বিতর্কে জেরবার বোর্ড

  • 29 May 2023 01:15 PM (IST)

    ফাইনালে আজ সামি-চাহার দ্বৈরথ! কেন এমন মনে করা হচ্ছে?

    Mohammed Shami vs Deepak Chahar: বেশির ভাগ ম্যাচেই দেখা গিয়েছে, সুইংয়ের কারণেই পাওয়ার প্লে-তে তিন ওভারের স্পেল করেছেন সামি। অন্য দিকে, দীপক চাহারও সুইং বোলার। নতুন বলে তাঁকে সামলানো বেশ কঠিন। অতীতে দেখা গিয়েছে ধোনি তাঁকে পাওয়ার প্লে-তে তিন ওভারের স্পেল করিয়েছেন। কখনও বা নতুন বলেই টানা চার ওভারের স্পেলও করেছেন দীপক।

    পড়ুন বিস্তারিত – CSK Vs GT, IPL 2023 Final Reserve Day : ফাইনালে আজ সামি-চাহার দ্বৈরথ! কেন এমন মনে করা হচ্ছে?

  • 29 May 2023 01:00 PM (IST)

    ট্রফির লক্ষ্যে আজ ফের নামছে চেন্নাই-গুজরাট, প্রার্থনা বৃষ্টি যেন না হয়

    ধোনির জন্য সমর্থন কেমন থাকতে পারে, তার আভাস মিলল। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মিলল না। ওয়েদার রিপোর্টে বৃষ্টির সম্ভাবনা ছিল না। প্রকৃতির ওপর কারও নিয়ন্ত্রণ নেই। রবিবার চ্যাম্পিয়ন হয়ে দেখা দিল বৃষ্টিই।

    পড়ুন বিস্তারিত – CSK vs GT IPL 2023 Final Match Prediction : ট্রফির লক্ষ্যে আজ ফের নামছে চেন্নাই-গুজরাট, প্রার্থনা বৃষ্টি যেন না হয়

  • 29 May 2023 12:45 PM (IST)

    রিজার্ভ ডেতেও যদি লীলা দেখায় বৃষ্টি, চ্যাম্পিয়ন হবে কারা?

    রিজার্ভ ডেতেও যদি ঝমঝমিয়ে হয় বৃষ্টি… ম্যাচ যদি না হয়, তা হলে এ বারের আইপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল? এই প্রশ্নই এখন চেন্নাই ও গুজরাটের সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে।

    পড়ুন বিস্তারিত – IPL 2023 Final Reserve Day: রিজার্ভ ডে-ও যদি বৃষ্টিতে ধুয়ে যায়… তা হলে চ্যাম্পিয়ন হবে কোন দল?

  • 29 May 2023 12:30 PM (IST)

    চোখ বুলিয়ে নিন রিজার্ভ ডে-র আবহাওয়া ও পিচ রিপোর্টে…

    আজ আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফাইনাল ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ। যদিও এই দশ শতাংশই চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ঠ। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং রবিবারের ফাইনালে কোনও পূর্বাভাস না থাকলেও বৃষ্টি হয়েছে।

    পড়ুন বিস্তারিত – CSK Vs GT Pitch Report : দশ শতাংশও আতঙ্কে রাখছে! জেনে নিন রিজার্ভ ডে-র আবহাওয়া ও পিচ রিপোর্ট… 

  • 29 May 2023 12:15 PM (IST)

    দেশ বড় নাকি আইপিএল! আদৌ ফাইনাল খেলবেন সামি, গিল, জাডেজারা?

    আইপিএল ফাইনাল শেষ হওয়ার দশদিনের মধ্যে শুরু হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তবে বৃষ্টির কারণে রিজার্ভ ডে- তে ফাইনাল খেলা হবে। তাই সময় কমে দাঁড়িয়েছে ৯ দিন।

    পড়ুন বিস্তারিত – CSK vs GT, IPL 2023 : দেশ বড় নাকি আইপিএল! আদৌ ফাইনাল খেলবেন সামি, গিল, জাডেজারা?

  • 29 May 2023 12:00 PM (IST)

    যারা বৃষ্টিতে ভিজেছিল, সকলে আজ মাঠে আসতে পারবেন তো?

    রবি-রাতে আমেদাবাদের দর্শকরা বাড়ি ফেরার পথে স্টেডিয়ামের বাইরের রাস্তা তো নয়, যেন নদীপথ। প্রাক্তন অজি ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ম্যাথু হেডেন ইন্সটাগ্রাম স্টোরিতে এমনই একটা ভিডিয়ো পোস্ট করেছেন। জল ভেঙে ফিরছেন সমর্থকরা।

    পড়ুন বিস্তারিত – CSK Vs GT Fans Watch Video : যারা বৃষ্টিতে ভিজেছিল, সকলে আজ মাঠে আসতে পারবেন তো?

  • 29 May 2023 11:45 AM (IST)

    এ বারের আইপিএলে বিধ্বংসী ফর্মে সামি, নেপথ্যে কোন কারণ?

    গুজরাট টাইটান্স টানা দ্বিতীয় বার ফাইনালে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রয়েছে বোলিং আক্রমণের তিন জনের। মহম্মদ সামি, রশিদ খান এবং মোহিত শর্মা। বোলিং আক্রমণের মূল স্তম্ভ মহম্মদ সামিই। শুরুতেই প্রতিপক্ষ শিবিরে যে ধাক্কা দেন, সেখান থেকে খুব কম দলই গুছিয়ে উঠতে পারে। এ বারের আইপিএলে বেশ কিছু ম্যাচেই তাঁর শুরুর ধাক্কা থেকে বেরোতে পারেনি প্রতিপক্ষ। আইপিএলে এখনও অবধি সেরা মরসুম। নজিরের সম্ভাবনাও রয়েছে। তাঁর এই সাফল্যের কারণ কী হতে পারে!

    পড়ুন বিস্তারিত – Mohammed Shami : আইপিএলে এ বার বিধ্বংসী ফর্মে সামি, নেপথ্যে কোন কারণ?

  • 29 May 2023 11:30 AM (IST)

    GT – র নীরব যোদ্ধা…

    সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন কোচ টম মুডির মতো শুরুতেই বলতে হয়, পুরো টিমের ছায়ায় খেলেন ঋদ্ধিমান সাহা। এই উইকেট কিপার ব্যাটার যে প্রকৃত অর্থেই টিম ম্যান এর অনেক উদাহরণ পাওয়া যায়। আরও একটা ফাইনালে নামতে চলেছেন গুজরাট টাইটান্সের অন্যতম ভরসা ঋদ্ধিমান সাহা।

    পড়ুন বিস্তারিত – Wriddhiman Saha : টাইটান্সের নীরব যোদ্ধা, আরও একটা ফাইনালে বাংলার কিপার

  • 29 May 2023 11:15 AM (IST)

    চেন্নাইয়ের সঙ্গে ধোনির কোচের গোল্ডেন হ্যান্ডশেক?

    ১৬তম আইপিএলের ফাইনাল হতে পারে ধোনির কেরিয়ারের শেষ আইপিএল ম্যাচ। এসবের মাঝে চেন্নাই সমর্থকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেন কোচ স্টিফেন ফ্লেমিং। টুইট করে চেন্নাই সুপার কিংস জনতাকে ধন্যবাদ জানালেন তিনি।

    বিস্তারিত পড়ুন – Stephen Fleming : চেন্নাইয়ের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক? ধোনির কোচের টুইটে হঠাৎ বিতর্ক

  • 29 May 2023 11:00 AM (IST)

    জুটিতে লুটি… আফগান জুটিতে ফুরফুরে GT শিবির

    রবিবার মেগা ফাইনালে বেগুনি টুপি দখলে রশিদের প্রতিদ্বন্দ্বী নিজেরই দলের মহম্মদ সামি। ধোনি, ঋতুরাজদের ঘূর্ণিতে কুপোকাত করতে চান রশিদ খান। সেই লক্ষ্যে সচেষ্ট। আইপিএলে গুজরাট শিবিরে রশিদের সঙ্গী এ বার স্বদেশীয় নুর আহমেদ।

    পড়ুন বিস্তারিত – IPL 2023 FINAL: আফগান জুটিতে ফুরফুরে গুজরাট টাইটান্স শিবির

  • 29 May 2023 10:45 AM (IST)

    যত বিতর্ক ১৬তম আইপিএলে

    বিতর্কে মোড়া এ বারের আইপিএল। মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই। জেনে নিন ২০২৩ আইপিএলের বিতর্কিত ঘটনা।

    বিস্তারিত পড়ুন : বিতর্কেও এগিয়ে! ২০২৩ আইপিএলের কিছু বিতর্কিত ঘটনা…

  • 29 May 2023 10:30 AM (IST)

    চ্যাম্পিয়নদের উপর টাকার বর্ষণ

    আইপিএল ২০২৩-র ফাইনাল জিতলে বিজয়ী দলের উপর হবে টাকার বর্ষণ। ট্রফি না পেলেও আর্থিকভাবে লাভবান হবে রানার্স টিমও। এমনকী তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী টিমও মোটা অর্থের পুরস্কার পাবে বিসিসিআইয়ের তরফে।

    বিস্তারিত পড়ুন : আক্ষরিক অর্থেই কোটিপতি লিগ, ফাইনাল হারলেও ক্রিকেটারদের উপর ধনবর্ষা!

  • 29 May 2023 10:15 AM (IST)

    হার্দিকদের গুজরাটের ট্রফির স্বপ্নভঙ্গ করতে পারেন CSK-র যে তারকারা

    আইপিএল চ্যাম্পিয়নের শিরোপা উঠবে কার মাথায়? ধোনির হাত ধরে ফের কাপ যাবে চেন্নাইয়ে নাকি শিরোপা ধরে রাখবে হার্দিকের গুজরাট? রবিবাসরীয় মেগা ফাইনালে সিএসকের কোন ক্রিকেটাররা হার্দিক পান্ডিয়ার দলের মাথাব্যথা হতে পারেন? জেনে নিন।

    পড়ুন বিস্তারিত – CSK vs GT IPL 2023 Final : মাহির দলের ৫ মহারথী, হার্দিকদের গুজরাটের ট্রফির স্বপ্নভঙ্গ করতে পারেন যারা

  • 29 May 2023 10:00 AM (IST)

    ধোনির পরিকল্পনায় জল ঢেলে GT কে ট্রফি জেতাবেন যাঁরা

    চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের মধ্যে ২০২৩ আইপিএলের ফাইনাল। ফাইনালে গুজরাটের কোন ক্রিকেটাররা মহেন্দ্র সিং ধোনির মাথাব্যথা হতে পারেন?

    পড়ুন বিস্তারিত – CSK vs GT, IPL 2023 : গুজরাটের ৫ শের, ধোনির পরিকল্পনায় জল ঢেলে ট্রফি জেতাবেন যাঁরা

  • 29 May 2023 09:45 AM (IST)

    প্রধানমন্ত্রীর স্টেডিয়ামেই ‘আক্রান্ত’ পুলিশ!

    রবিবার আমেদাবাদে বৃষ্টির কারণে গ্যালারিতে উপস্থিত দর্শকরাও ধৈর্য্য হারিয়েছিলেন। এরই মধ্যে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়োতে দেখা গেল, গ্যালারিতে উপস্থিত কর্তব্যরত এক পুলিশকে ধাক্কা দিলেন এক মহিলা।

    বিস্তারিত পড়ুন – IPL 2023: প্রধানমন্ত্রীর স্টেডিয়ামেই ‘আক্রান্ত’ পুলিশ!

  • 29 May 2023 09:30 AM (IST)

    কোন কোন রেকর্ড আজ গড়তে পারেন গিল?

    • গুজরাট টাইটান্সের হয়ে শুভমন গিল ৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করা থেকে ৬টি ছয় দূরে রয়েছেন।
    •  আইপিএলের ইতিহাসে ৯০০ রান করা দ্বিতীয় ক্রিকেটার হতে গেলে শুভমন গিলকে আর করতে হবে ৪৯ রান।
    • আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার হতে গেলে গিলকে আজ ১২৩ রান করতে হবে।
  • 29 May 2023 09:20 AM (IST)

    রবিবার চ্যাম্পিয়ন বৃষ্টি, সোম-সন্ধেয় আবার আইপিএল ফাইনাল

    IPL Final Reserve Day : আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টিতে ধুয়ে গেল আইপিএল ফাইনাল। বাড়ল একদিনের অপেক্ষা। সোমবার রিজার্ভ ডে-তে হবে এ বারের আইপিএল ফাইনাল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথম বার রিজার্ভ ডে-তে হবে ফাইনাল।

    বিস্তারিত পড়ুন – CSK vs GT, IPL 2023 Final : রবিবার চ্যাম্পিয়ন বৃষ্টি, সোম-সন্ধেয় আবার আইপিএল ফাইনাল

  • 29 May 2023 09:15 AM (IST)

    আজ কোন মাইলস্টোন গড়বেন ধোনি?

    • মহেন্দ্র সিং ধোনি আজ, ২৯ মে সোমবার তাঁর কেরিয়ারের ১১তম আইপিএল ফাইনাল খেলতে নামবেন।
    • একইসঙ্গে এটি তাঁর আইপিএল কেরিয়ারের ২৫০তম ম্যাচ।
    • আইপিএলে ৩৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য ধোনির ব্যাটে আর প্রয়োজন ১টি চার।
    • এই লিগের ফাইনালে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী হওয়ার জন্য মাহির প্রয়োজন ৭০ রান।
  • 29 May 2023 09:00 AM (IST)

    রিজার্ভ ডেতে আইপিএল ফাইনাল

    নির্ধারিত সূচি অনুযায়ী, আইপিএল-২০২৩ এর ফাইনাল ২৮ মে হয়নি। আজ ২৯ মে পাওয়া যাবে এ বারের আইপিএল চ্যাম্পিয়ন। আমেদাবাদে আজ মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। দেখুন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের ফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

Published On - May 29,2023 9:00 AM

Follow Us: