টানা ৩ ম্যাচ জিতে প্রথম চারে খালিদের নর্থ ইস্ট

১২ ম্যাচ পর হারের মুখ দেখল মুম্বই সিটি এফ সি। নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ১-২ গোলে হারতে হল সার্গিও লোবেরোর দলকে। নর্থ ইস্টের জয়ে জোড়া গোল করেন ব্রাউন। খালিদ জামিলের কোচিংয়ে টানা ৩ ম্যাচ জিতল নর্থ ইস্ট ইউনাইটেড। জামশেদপুর,এটিকে মোহনবাগানের পর লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফ সিকেও হারাল তারা।

| Updated on: Jan 31, 2021 | 12:19 PM
আইএসএলে দুরন্ত ফর্মে নর্থ ইস্ট। টানা ৩ ম্যাচ জিতল খালিদের দল

আইএসএলে দুরন্ত ফর্মে নর্থ ইস্ট। টানা ৩ ম্যাচ জিতল খালিদের দল

1 / 5
৯ মিনিটের মধ্যেই ব্রাউনের জোড়া গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট

৯ মিনিটের মধ্যেই ব্রাউনের জোড়া গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট

2 / 5
পরিবর্ত হিসাবে নেমে মুম্বইয়ের হয়ে ব্যবধান কমান অ্যাডাম লে ফন্দ্রে

পরিবর্ত হিসাবে নেমে মুম্বইয়ের হয়ে ব্যবধান কমান অ্যাডাম লে ফন্দ্রে

3 / 5
১২ ম্যাচ পর হারের মুখ দেখল মুম্বই

১২ ম্যাচ পর হারের মুখ দেখল মুম্বই

4 / 5
টানা ৩ ম্যাচ জিতে লিগ তালিকার ৪ নম্বরে উঠে এল খালিদ জামিলের দল। ছবি-আইএসএল।

টানা ৩ ম্যাচ জিতে লিগ তালিকার ৪ নম্বরে উঠে এল খালিদ জামিলের দল। ছবি-আইএসএল।

5 / 5
Follow Us: