টানা ৩ ম্যাচ জিতে প্রথম চারে খালিদের নর্থ ইস্ট
১২ ম্যাচ পর হারের মুখ দেখল মুম্বই সিটি এফ সি। নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ১-২ গোলে হারতে হল সার্গিও লোবেরোর দলকে। নর্থ ইস্টের জয়ে জোড়া গোল করেন ব্রাউন। খালিদ জামিলের কোচিংয়ে টানা ৩ ম্যাচ জিতল নর্থ ইস্ট ইউনাইটেড। জামশেদপুর,এটিকে মোহনবাগানের পর লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফ সিকেও হারাল তারা।
Most Read Stories