Dhupguri Fire: ধুপগুড়ি সুপার মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সারি সারি দোকান

Fire in Dhupguri Market: মুহূর্তের মধ্যে বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। তিনটি গ্যাস সিলিন্ডার ফেটে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Dhupguri Fire: ধুপগুড়ি সুপার মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সারি সারি দোকান
ধুপগুড়ি বাজার এলাকায় আগুন (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 8:31 PM

ধুপগুড়ি : ধুপগুড়ি (Dhupguri) সুপার মার্কেটে ভয়াবহ আগুন (Fire)। পুড়ে ছাই সারি সারি দোকান। আগুনে গুরুতর জখম হয়েছেন অন্তত চার জন। জখম হয়েছেন একজন সাংবাদিকও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই চোখে পড়ে, মার্কেট থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। তিনটি গ্যাস সিলিন্ডার ফেটে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এদিকে সুপার মার্কেটের পাশেই একটি দোলের মেলা চলছিল। আগুন মেলায় ছড়িয়ে পড়লে বড় ধরনের বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে সুপার মার্কেটে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় আচমকাই সুপার মার্কেটে ব্যবসায়ীরা দেখতে পান, রেগুলেটেড মার্কেটের অফিসের পাশেই দাউ দাউ করে আগুন জলছে। নিমিষের মধ্যে তিনটি গ্যাস সিলিন্ডার ফেটে যায় এবং বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “আমি তিনটি বিস্ফোরণের শব্দ পাই। প্রথমে ভেবেছিলাম, টায়ার ফেটেছে। পরে বুঝলাম এখানে গ্যাস সিলিন্ডার ফেটেছে। অন্তত পাঁচ – ছয়টি দোকানে আগুন লেগে গিয়েছে। এগুলি বেশিরভাগই মার্কেট চত্বরের হোটেল ছিল।” অন্য এক প্রত্যক্ষদর্শী অবশ্য জানিয়েছেন, অন্তত ১০-১২ টি দোকান পুড়ে গিয়েছে।

এদিকে আগুন লাগার ঘটনার পর দমকল বাহিনী এসে পৌঁছাতে বেশ কিছুটা দেরি করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, আগুন লাগার প্রায় আধ ঘণ্টা পরে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ইঞ্জিন। তবে ঠিক কী কারণে, আগুন লাগল, তা এখনও স্পষ্টভাবে বলতে পারছেন না কেউই। এলাকাবাসীদের অনুমান, সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে। এদিকে আগুন লাগার ঘটনার খবর সংগ্রহের সময় এক সাংবাদিকও আহত হয়েছেন। আগুনের ফুলকি ছিটকে এসে আহত হন তিনি। এদিকে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুততার সঙ্গে ব্যবস্থা না নেওয়ায় দমকলের বিরুদ্ধে ক্ষোভ জমেছে স্থানীয়দের মধ্যে।

আরও পড়ুন : Babul Supriyo: বাবুলের ভোলবদল! দল বদলের পর বদলেছে বেশ ভূষাও, কোনটা আসল? কোনটা নকল?