Russia-Ukraine Conflict: রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গেল ইউক্রেন, বেলারুশ সীমান্তে বৈঠকে রাজি ইউক্রেন
Russia-Ukraine Conflict : রবিবার যুদ্ধ বিরতি বৈঠকের প্রস্তাব রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেলারুশে সেই বৈঠক করার কথা বলেন তিনি। কিন্তু বেলারুশে সেই আলোচনয়া রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। তিনি চান ইস্তানবুল বা বুদাপেস্টে এই আলোচনা বৈঠক হোক।
তিনদিন পেরিয়ে গেল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। গত রাত থেকেই লাগাতার কিয়েভের উপর হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। রবিবার খারকিভে ঢুকে পড়ে রাশিয়ার সামরিক বাহিনী। কিছুক্ষণ আগে বিস্ফোরণ হয় কিয়েভের একটি গ্যাস স্টেশনে। বৃহস্পতিবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইুউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। তারপরই বিভিন্ন দিক থেকে ইউক্রেনে ঢোকার চেষ্টা করে রাশিয়ার সামরিক বাহিনী। এখনও রাশিয়ার হামলা চালু রয়েছে। আতঙ্কে কাটছে ইউক্রেনের বাসিন্দাদের দৈনন্দিন জীবন। রবিবার যুদ্ধ বিরতি বৈঠকের প্রস্তাব রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেলারুশে সেই বৈঠক করার কথা বলেন তিনি। কিন্তু বেলারুশে সেই আলোচনয়া রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। তিনি চান ইস্তানবুল বা বুদাপেস্টে এই আলোচনা বৈঠক হোক।
LIVE NEWS & UPDATES
-
রাশিয়ার পারমাণিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ পুতিনের
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে পশ্চিমী দেশের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়ান পারমাণবিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
-
‘ইন্টারন্যাশনাল ব্রিগেডে’ যোগ দেওয়ার আহ্বান জ়েলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি বিদেশীদের ‘ইন্টারন্যাশনাল ব্রিগেডে’ যোগ দেওয়ার আহ্বান জানান। রবিবার তিনি অন্যান্য দেশের বাসিন্দাদের সেই দেশে থাকা ইউক্রেনের দূতাবাসে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। সেখানে গিয়ে রাশিয়ার সেনাবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে চলতি যুদ্ধে যোগ দেওয়ার জন্য ভলান্টিয়ারদের ‘ইন্টারন্যাশনাল ব্রিগেডে’ সাইন আপ করার কথা বলেন।
-
-
বেলারুশ সীমান্তে ‘যুদ্ধ বিরতি’ বৈঠকে বসতে রাজি ইউক্রেন
অবশেষে বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে রাজি হল ইউক্রেন। সংবাদ সংস্থা এএফপি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিসের তরফে জানানো হয়েছে বেলারুশের সীমান্তে দুই তরফের প্রতিনিধি সাক্ষাৎ করবে। এই আলোচনার কোনও নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি। তবে ইতিমধ্যেই আলোচনার জন্য বেলারুশে রাশিয়ার প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
বিস্তারিত পড়ুন : Russia-Ukraine Conflict : বেলারুশ সীমান্তে ‘যুদ্ধ বিরতি’ বৈঠকে বসতে রাজি ইউক্রেন
-
বেলারুশ সীমান্তে বৈঠকে রাজি ইউক্রেন
বেলারুশ সীমান্তে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হল ইউক্রেন। বেলারুশে প্রথমে যুদ্ধ বিরতি বৈঠকের প্রস্তাব দিয়েছিল রাশিয়া। কিন্তু বেলারুশে বৈঠক করতে রাজি ছিল না ইউক্রেন। অবশেষে বৈঠকের সিদ্ধান্তে রাজি হল ইউক্রেন। তবে বৈঠক হবে বেলারুশ সীমান্তে।
-
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে উচ্চ-পর্যায়ের বৈঠক নমোর
রবিবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের উপর রাশিয়ার লাগাতার আক্রমণের মধ্যে এই বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তিনি এদিন উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। সেখান থেকে দিল্লিতে ফেরার পরই তিনি এই বৈঠক করবেন বলে জানা গিয়েছে। প্রথম থেকেই রাশিয়া-ইউক্রেনের ইস্যু নিয়ে নিরপেক্ষ অবস্থান নিয়ে চলেছে ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকার আনা রাশিয়ার নিন্দা প্রস্তাবেও ভোটদান থেকে বিরত ছিল ভারত। তাতে যদিও বিরোধীদের অনেক সমালোচনাও কুড়িয়েছে ভারত। এই ঘটনার পর আজ এই উচ্চ পর্যায়ের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞদের অনেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে শান্তি স্থাপনে ভারতের উৎসাহের দেখিয়েছেন প্রধামন্ত্রী মোদী।
বিস্তারিত পড়ুন : Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন ইস্যুতে উচ্চ-পর্যায়ের বৈঠক নমোর
-
-
বেলারুশে পোঁছেছে রাশিয়ার প্রতিনিধি, স্থান বদলের দাবিতে অনড় জ়েলেনস্কি
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বিরতি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বেলারুশে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি। সেই প্রস্তাব খারিজ করল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার ক্রেমলিনের তরফে জানানো হয় যে তাদের প্রতিনিধি দল বেলারুশের শহর গোমেলে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত। তবে জ়েলেনস্কি এই প্রস্তাব খারিজ করলেও অন্য জায়গায় রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি ।
বিস্তারিত পড়ুন : Russia-Ukraine Conflict : বেলারুশে পোঁছেছে রাশিয়ার প্রতিনিধি, স্থান বদলের দাবিতে অনড় জ়েলেনস্কি
-
রাশিয়ার বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে ইউরোপীয় ইউনিয়ন
সংবাদ সংস্থা রয়টার্স সূত্র অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের এক আধিকারিক জানিয়েছেন, রাশিয়ার বিমানের নিষেধাজ্ঞা জারি করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। এর আগে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ সদস্য দেশগুলি মস্কোর বিমানের জন্য নিজেদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে।
EU could ban Russian flights from its airspace, official says https://t.co/bMUI2bpImC pic.twitter.com/m6yTDPS3Df
— Reuters (@Reuters) February 27, 2022
-
আন্তর্জাতিক আদালতে গেল ইউক্রেন
রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন জমা দিল ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটারে লিখেছেন, “রাশিয়ার আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার জন্য গণহত্যার ধারণাকে কাজে লাগানোর জন্য রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা আদালতের অনুরোধ করছি তাড়াতাড়ি রাশিয়ার এই সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিক আদালত এবং পরের সপ্তাহেই রাশিয়ার বিরুদ্ধে ট্রায়াল শুরু হোক। “
Ukraine has submitted its application against Russia to the ICJ. Russia must be held accountable for manipulating the notion of genocide to justify aggression. We request an urgent decision ordering Russia to cease military activity now and expect trials to start next week.
— Володимир Зеленський (@ZelenskyyUa) February 27, 2022
-
গোলা-বারুদ মুক্ত আকাশ দেখুক নাতিরা, তাই কাঁপা হাতেই অস্ত্র তুলে নিতে রাজি অশীতিপর বৃদ্ধ!
বিপন্ন দেশের স্বাধীনতা। রুশ আগ্রাসন থেকে দেশকে মুক্ত করতে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন খোদ প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি। স্বেচ্ছায় যুদ্ধে যেতে রাজি হয়েছেন ইউক্রেনের সাধারণ মানুষও। এমনই এক ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যেখানে অশীতিপর এক বৃদ্ধও যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে এসেছেন। ওই বৃদ্ধের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকরা। তবে ওই বৃদ্ধের কথায়, তিনি দেশের জন্যই লড়াই করতে চান। কারণ তাঁর বাড়িতে ছোট ছোট নাতিরা রয়েছে। তাদের তো একটা উজ্জ্বল ও সুরক্ষিত ভবিষ্যৎ দিতে হবে। সেই কারণেই তিনি এই বয়সেও যুদ্ধে যেতে রাজি।
বিস্তারিত পড়ুন : Russia-Ukraine Conflict: গোলা-বারুদ মুক্ত আকাশ দেখুক নাতিরা, তাই কাঁপা হাতেই অস্ত্র তুলে নিতে রাজি অশীতিপর বৃদ্ধ!
-
২দিন আগেও জামা সেলাই করতেন, আজ বানাচ্ছেন বাঙ্কার! রুশ সেনাকে জব্দ করার হাতিয়ার ‘পেট্রোল বোমা’ই
দুদিন আগেও রুটিন মেনে অফিস গিয়েছেন, কেউ আবার বাড়িতেই বসে ব্যবসা সামলেছেন। কিন্তু রাশিয়া(Russia)-র সেনাবাহিনী আক্রমণ শুরু করার পরই বদলে গিয়েছে গোটা দেশের চিত্রটা। লাগাতার গোলাগুলি, বোমা বর্ষণের মাঝে প্রাণরক্ষা করাই প্রধান লক্ষ্য। পরিবার পরিজনের জন্য নিরাপদ আশ্রয় খোঁজার মাঝেই তাদের সুরক্ষার কথাও ভাবছেন ইউক্রেন(Ukraine)-র যুবরা। সেই কারণেই প্রেসিডেন্ট জ়েলেনস্কি(Volodymyr Zelenski)র ডাকে হাতে অস্ত্র তুলে নিয়েছেন অনেকে। যারা যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছেন না, তারাও শহরের ভিতরেই তৈরি কয়েকশো বাঙ্কারে আশ্রয় নেওয়া সাধারণ মানুষদের সুরক্ষা নিশ্চিত করছেন।
বিস্তারিত পড়ুন : How Ukrainians Prepare to fight Russia: ২দিন আগেও জামা সেলাই করতেন, আজ বানাচ্ছেন বাঙ্কার! রুশ সেনাকে জব্দ করার হাতিয়ার ‘পেট্রোল বোমা’ই
-
ওৎ পেতে বসেছিল ফাঁকা রাস্তায়, ইচ্ছাকৃতভাবেই গাড়ির উপর উঠে গেল ট্যাঙ্কার! দেখুন হাড়হিম করা সেই ভিডিয়ো
যুদ্ধ শুরু হতেই হিড়িক পড়েছে দেশ ছাড়ার। বৃহস্পতিবার থেকেই ইউক্রেন(Ukraine)-র বিভিন্ন রাস্তায় হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। বড় বড় সড়কগুলিতেও গাড়ির লম্বা লাইন। সকলেরই লক্ষ্য একটাই-নিরাপদ আশ্রয়। রাশিয়ার সেনার গুলি থেকে বাঁচতেই দেশের বিভিন্ন দিকের সীমান্ত পার করার চেষ্টা করছেন অনেকেই। তবে বিপদ যে ঘরে ঢুকে পড়েছে ইতিমধ্যেই, তা টের পাচ্ছেন ইউক্রেনবাসীরা। সম্প্রতিই ভাইরাল হওয়া একটি ভিডিয়োতেই রুশ আগ্রাসনের ক্ষমতা কতটা, তা ধরা পড়েছে। ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, পথচলতি একটি গাড়িকে কীভাবে পিষে দিচ্ছে রুশ ট্যাঙ্কার (Russian Tanker)। গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেলেও, কপাল জোরে রক্ষা পান ওই গাড়ির চালক।
বিস্তারিত দেখুন : Viral Video of Tanker Running into Car: ওৎ পেতে বসেছিল ফাঁকা রাস্তায়, ইচ্ছাকৃতভাবেই গাড়ির উপর উঠে গেল ট্যাঙ্কার! দেখুন হাড়হিম করা সেই ভিডিয়ো
-
গোলাপ হাতে দাঁড়িয়ে উড়ানমন্ত্রী, মধ্যরাতে দেশের মাটিতে পা রেখে ‘প্রাণ’ ফিরে পেল পড়ুয়ারা
ইউক্রেন-রাশিয়ার (Russia-Ukraine Conflict) টানাপোড়েনের মাঝে আটকে পড়েছেন প্রায় ২০ হাজার ভারতীয় (Indians)। রাশিয়া ইউক্রেনের উপরে সামরিক অভিযান শুরু করার ঘোষণা করতেই তৎপর হয় কেন্দ্রীয় সরকার। সে দেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়। সংঘর্ষের জেরে ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায়, প্রতিবেশী দেশগুলির পথ ধরেই ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয়দের। এদিন ভোরেই দিল্লিতে এসে পৌঁছয় দ্বিতীয় উদ্ধারকারী বিমান। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট (Bucharest) থেকে ২৫০ জন ভারতীয়কে নিয়ে ফিরেছে এই বিমান, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। ইউক্রেন ফেরত ভারতীয়দের বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক উড়ান পরিবহন মন্ত্রী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। গোলাপ হাতে তিনি সকলকে স্বাগত জানান।
বিস্তারিত পড়ুন : গোলাপ হাতে দাঁড়িয়ে উড়ানমন্ত্রী, মধ্যরাতে দেশের মাটিতে পা রেখে ‘প্রাণ’ ফিরে পেল পড়ুয়ারা
-
‘পরিবার ভাল আছে তো’, ভারতে আসা ইউক্রেনিয়ান মডেল সাবরিনার দু’চোখে জল, হৃদয় জুড়ে তোলপাড়
এমনটা যে হতে পারে তা গত জানুয়ারিতেও ভাবতে পারেননি তিনি। ভারতে এসেছিলেন এই জানুয়ারিতেই। ইচ্ছে ছিল দেশ ঘুরে দেখবেন। উঠেছিলেন মুম্বইতে। এর মধ্যেই তাঁর দেশে লাগল যুদ্ধ। আর ‘উলুখাগড়া’ মেয়েটির ভারত ভ্রমণের উচ্ছ্বাস ম্লান করে দিন ‘রাজার দল’।
বিস্তারিত পড়ুন : Russia-Ukraine Conflict: ‘পরিবার ভাল আছে তো’, ভারতে আসা ইউক্রেনিয়ান মডেল সাবরিনার দু’চোখে জল, হৃদয় জুড়ে তোলপাড়
-
কিছুতেই পথ চিনে শহরে আসতে পারবে না রুশ সেনা!, ‘মোক্ষম চাল’ ইউক্রেনের
যুদ্ধ লেগেছে দেশে। সীমান্ত পার করে ঢুকে পড়েছে রাশিয়ান সেনা (Russian Army)। হামলা চালাচ্ছে একের পর এক শহরে। যেকোনও মুহূর্তেই ইউক্রেন(Ukraine)-র রাজধানী কিয়েভ দখল হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে রুশ সেনাকে বিভ্রান্ত করতে মোক্ষম ‘চাল’ চালল ইউক্রেন। বেলারুশের সীমান্ত দিয়ে রাশিয়ার সেনা ইউক্রেনের অন্দরে ঢুকে পড়লেও, তারা যাতে রাস্তা চিনে প্রধান শহরগুলিতে পৌঁছতে না পারে, তার জন্য রাস্তার ধারের বিভিন্ন পথ নির্দেশিকাই (Road Direction) উপড়ে ফেলা হল।
বিস্তারিত পড়ুন : Russia-Ukraine Conflict: কিছুতেই পথ চিনে শহরে আসতে পারবে না রুশ সেনা!, ‘মোক্ষম চাল’ ইউক্রেনের
-
আকাশে শুধু আলোর ঝলকানি, বিকট শব্দে কান পাতা দায়! খারকিভেও ঢুকে পড়ল রুশ সেনা
রাতের অন্ধকারেও আকাশজুড়ে কেবল আলোর ঝলকানি। ইউক্রেনের রাজধানী কিয়েভে (Kyiv) রাতভর হামলা চালাল রাশিয়ার সেনা। টানা ক্ষেপণাস্ত্র বর্ষণের (Missile Attack) জেরে একটি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে আশেপাশের এলাকায়। অন্যদিকে, ইউক্রেন(Ukraine)-র দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর খারকিভেও ঢুকে পড়েছে রাশিয়ার সেনা (Russian Army), এমনটাই জানা গিয়েছে। শুক্রবার থেকেই কিয়েভ দখল করার চেষ্টা চালাচ্ছে রুশ সেনা। লাগাতার সংঘর্ষ হলেও, তারা কিছুতেই দখল নিতে পারছে না। বিকল্প হিসাবে এবার কি খারকিভকেই নিশানা বানাচ্ছে রাশিয়া, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
বিস্তারিত পড়ুন : Russia-Ukraine Conflict: আকাশে শুধু আলোর ঝলকানি, বিকট শব্দে কান পাতা দায়! খারকিভেও ঢুকে পড়ল রুশ সেনা
-
পথেঘাটে জ্বলছে আগুন, সাইরেনের শব্দেও নতুন ভোরের আশায় বুক বাঁধছেন ইউক্রেনবাসী
পথেঘাটে জ্বলছে আগুন। ইউক্রেনে রাশিয়ার হামলা এখনও অব্যাহত। কিয়েভে সকাল থেকেই বারবার বিস্ফোরণ হয়েছে।
বিস্তারিত দেখুন : Ukraine Situation: পথেঘাটে জ্বলছে আগুন, সাইরেনের শব্দেও নতুন ভোরের আশায় বুক বাঁধছেন ইউক্রেনবাসী
-
‘জল নেই, খাবার নেই! এরপর কী হবে জানি না’, ইউক্রেনে অনিশ্চয়তায় রয়েছেন বাঙালি পড়ুয়া
খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসা ভারতীয় পড়ুয়ারা ভাবতে পারেননি বেঁচে থাকা ও সুরক্ষিতভাবে দেশে ফিরে আসাটাই চ্যালেঞ্জের হয়ে উঠবে। বিগত এক মাস ধরে সীমান্তে রুশ সেনার উপস্থিতির খবর মিললেও শহরের ভিতরে তার আঁচ টের পাননি। উপরন্ত ইউনিভার্সিটি আর ছাত্রছাত্রীদের মধ্যে সেরকম সংযোগ ছিল না, যার ফলে দেশও ছাড়তে পারেননি তাঁরা। এমনটাই জানিয়েছেন খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির এক বাঙালি পড়ুয়া শর্বরী বিশ্বাস।
বিস্তারিত পড়ুন : Russia-Ukraine Conflict: ‘জল নেই, খাবার নেই! এরপর কী হবে জানি না’, ইউক্রেনে অনিশ্চয়তায় রয়েছেন বাঙালি পড়ুয়া
-
যুদ্ধে হত ৪ হাজারের বেশি রাশিয়ান
ইউক্রেনের মন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসনে ৪,৩০০ নাগরিক হারিয়েছে রাশিয়া।
Published On - Feb 27,2022 4:09 PM