Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Meets Shah: রাজ্য সভাপতি বদল নিয়ে আলোচনার মাঝে শাহর দরবারে সুকান্ত, ছাব্বিশের ভোট নিয়ে হল আলোচনা

Sukanta Meets Shah: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি বদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজ্য সভাপতির পাশাপাশি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীও। তাই, বিজেপির অন্দরেই নতুন রাজ্য সভাপতি নিয়োগের দাবি উঠেছে। রাজ্য বিজেপির বিভিন্ন স্তরে নির্বাচন হচ্ছে। এরপর সুকান্তই রাজ্য সভাপতি থাকবেন, না অন্য কেউ রাজ্য সভাপতি হবেন, তা স্থির হবে।

Sukanta Meets Shah: রাজ্য সভাপতি বদল নিয়ে আলোচনার মাঝে শাহর দরবারে সুকান্ত, ছাব্বিশের ভোট নিয়ে হল আলোচনা
অমিত শাহর সঙ্গে বৈঠক সুকান্ত মজুমদারের
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2025 | 4:02 PM

নয়াদিল্লি: বাংলায় বিধানসভা নির্বাচনের আর বছরখানেক বাকি। এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার দিল্লিতে অমিত শাহর বাসভবনে বেশ কিছুক্ষণ তাঁদের বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য-ও।

জানা গিয়েছে, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে অমিত শাহর সঙ্গে আলোচনা হয়েছে সুকান্তর। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা শাহর কাছে তুলে ধরেন রাজ্য বিজেপির সভাপতি। ছাব্বিশের নির্বাচন নিয়েও দু’জনের মধ্যে কথা হয়। নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হয়।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি বদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজ্য সভাপতির পাশাপাশি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীও। তাই, বিজেপির অন্দরেই নতুন রাজ্য সভাপতি নিয়োগের দাবি উঠেছে। রাজ্য বিজেপির বিভিন্ন স্তরে নির্বাচন হচ্ছে। এরপর সুকান্তই রাজ্য সভাপতি থাকবেন, না অন্য কেউ রাজ্য সভাপতি হবেন, তা স্থির হবে। রাজনীতির কারবারিরা বলছেন, এই পরিস্থিতিতে দিল্লিতে শাহর সঙ্গে ছাব্বিশের নির্বাচন নিয়ে সুকান্তর আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ছাব্বিশের নির্বাচন পর্যন্ত সুকান্তই রাজ্য সভাপতি থাকবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এই খবরটিও পড়ুন

চলতি মাসে বাংলা সফরে আসার কথা শাহর। গতকাল তা নিয়েও শাহর সঙ্গে সুকান্তর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আবার ২ জনের এই বৈঠকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর উপস্থিত থাকাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনীতির কারবারিরা মনে করছেন।