Cyclone Dana Live: ঘূর্ণিঝড়ের তকমা হারিয়ে গুটি গুটি পায়ে বিদায়ের পথে দানা, বৃষ্টির হাত থেকে রেহাই নেই এখনই

| Edited By: | Updated on: Oct 25, 2024 | 11:23 PM

Cyclone Dana Live: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শুক্রবার ভোর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা তথা দক্ষিণবঙ্গে। সমুদ্রের জলোচ্ছ্বাসের ধাক্কায় বাঁধ ভেঙে গিয়েছে সাগরদ্বীপে। রাতভর নবান্ন থেকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Cyclone Dana Live: ঘূর্ণিঝড়ের তকমা হারিয়ে গুটি গুটি পায়ে বিদায়ের পথে দানা, বৃষ্টির হাত থেকে রেহাই নেই এখনই
ধীর লয়ে এগোচ্ছে দানাImage Credit source: TV 9 Bangla

বৃহস্পতিবার রাত ১১ টার পর শুরু হয় সাইক্লোন ‘দানা’র ল্যান্ডফলের প্রক্রিয়া। একটু একটু করে স্থলভাগে প্রবেশ করে সাইক্লোন দানা। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে সেই প্রক্রিয়া। মধ্যরাতে উপকূলে চলে ঝড়ের দাপট। ‘দানা’র প্রভাবে রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। মধ্যরাতে প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে দিঘায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Oct 2024 11:23 PM (IST)

    আরও বৃষ্টির পূর্বাভাস

    কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে রাতে আরও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে শনিবার বেলার পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা বদল হতে পারে বলে মনে করা হচ্ছে।

  • 25 Oct 2024 09:06 PM (IST)

    কোথায় কত বৃষ্টি হল?

    ভোর ৪টে থেকে এদিন দুপুর ২টো পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে মানিকতলায় ৮৩ বৃষ্টি হয়েছে মিমি। দত্তবাগানে ৭৩.৫০ মিমি। বীরপাড়ায় ৭০ মিমি। মার্কাস স্কোয়ার ৫৮.৭০ মিমি।বেলগাছিয়ায় ৬৯ মিমি।

  • 25 Oct 2024 07:50 PM (IST)

    হাওড়ায় রাস্তার জমা জলে পড়ে মৃত্যু ব্যক্তির

    রাস্তার জমা জলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম গৌতম চট্টোপাধ্যায়(৩৮)। প্রায় আধ ঘণ্টা জলে পড়েছিলেন তিনি। ঘটনাটি হাওড়ার তাঁতি পাড়া এলাকার।

    বিস্তারিত পড়ুন:  রাস্তার জলেই পড়ে রইলেন আধ ঘণ্টা, হাওড়ায় মর্মান্তিক পরিণতি ব্যক্তির

  • 25 Oct 2024 06:36 PM (IST)

    ধীর গতিতে এগোচ্ছে দানা

    ল্যান্ডফলের ধীর গতিতে এগোচ্ছে দানা। আবহাওয়া দফতর বলছে দিনভর মাত্র ৭ কিমি/ঘণ্টা গতিবেগে এগিয়েছে দানা। তবে দানা দুর্বল হলেও রেহাই নয় এখনই। এখনও বাংলা থেকে বেশি দূরে সরেনি অতি গভীর নিম্নচাপ। কলকাতা থেকে মাত্র ২৪০ কিমি দূরে রয়েছে নিম্নচাপ।

  • 25 Oct 2024 04:19 PM (IST)

    ঘূর্ণিঝড়ের তকমা হারাল ‘দানা’

    • শক্তিক্ষয়! ঘূর্ণিঝড়ের তকমা হারাল ‘দানা’।
    • অতি গভীর নিম্নচাপে পরিণত হল ‘দানা’।
    • আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি কমার ইঙ্গিত রয়েছে।
    • এখনও বাংলা থেকে বেশি দূরে সরেনি নিম্নচাপ।
    • নিম্নচাপের প্রভাবে আজ আরও বৃষ্টির পূর্বাভাস।
  • 25 Oct 2024 04:16 PM (IST)

    SSKM-এর একাধিক বিভাগে থৈ থৈ করছে জল

  • 25 Oct 2024 02:43 PM (IST)

    ‘দানা’ থেকে এখনই রেহাই মিলবে না

    • ‘দানা’য় আরও দুর্ভোগ! এখনই রেহাই মিলবে না বলে পূর্বাভাস আলিপুরের।
    •  

      জানা যাচ্ছে, আরও এক দফা ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে কলকাতায়। ঘণ্টায় ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা রয়েছে।

    •  

      কলকাতা ও লাগোয়া জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দুই ২৪ পরগনা, ও দুই মেদিনীপুরেও কমলা সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে। নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়াতেও রয়েছে একই পূর্বাভাস।

    •  

      শুক্রবারই ব্যাপক হারে জল জমেছে জায়গায় জায়গায়। এবার আরও বেশ কিছু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা। আরও বেশি জমিতে ফসল নষ্টের ভয় থাকছে।

  • 25 Oct 2024 12:32 PM (IST)

    কলকাতার রাস্তায় এক হাঁটু, কোথায় কী পরিস্থিতি

    • পূর্বাভাস সত্যি করেই সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। কোথাও পড়ছে গাছ, কোথাও জমল এক হাঁটু জল।
    • জল যন্ত্রণার ছবি দেখা গেল হলদিরাম-কৈখালি-চিনার পার্কে। প্রায় হাঁটু সমান জল। নিকাশি নালার কঙ্কালচার চেহারা একেবারেই সামনে এল।
    • বিধাননগর কর্পোরেশন থেকে বৈঠক করে একাধিক পাম্পের মাধ্যমে জল সরানোর ব্যবস্থা করা হলেও কোনও সুরাহা হচ্ছে না।

    • সল্টলেকের আইএ ব্লকের রাস্তার ওপর ভেঙে পড়ল গাছ। যান চলাচল ব্যাহত। একটি লেন দিয়েই যান চলাচল করছে।
    • ঠনঠনিয়া সহ একাধিক জায়গায় জল জমেছে। কলকাতা পুরসভার ভিতরেও জমেছে জল।
    • রাস্তায় বেরিয়ে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।

  • 25 Oct 2024 11:26 AM (IST)

    ঝড়ের রাত কাটিয়ে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা

    • বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার কথা ছিল। তবে শুক্রবার সকালে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে থেকেই রেল পরিষেবা স্বাভাবিক হল শিয়ালদহ ডিভিশনে।
    • সব লাইনের লোকাল ট্রেন চালু হয়েছে এদিন সকাল থেকে। তবে যাত্রীর সংখ্যা অনেক কম। একই ছবি হাওড়া স্টেশনেও।
    • সকাল ১০টার আগেই নামখানা, সোনারপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং সহ বিভিন্ন জায়গায় ট্রেন চালু হয়ে যায়।
    • তবে কোনও কোনও ট্রেন আধ ঘণ্টা দেরিতে চলছে। তাই স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের

    কতটা স্বাভাবিক হল রেল পরিষেবা, সকাল থেকে কী ছবি শিয়ালদহ-হাওড়ায়

    sealdah and howrah division local train update, trains are running late

    শিয়ালদহ স্টেশন

  • 25 Oct 2024 10:49 AM (IST)

    কীভাবে দিঘায় বারবার বদলে যাচ্ছে আবহাওয়া

    • আবহাওয়া যে বদলাচ্ছে, তা স্পষ্ট। মধ্যরাতে জলোচ্ছ্বাসও বেড়ে যায় দিঘায়। শুক্রবার সকালে সমুদ্র সৈকতে পর্যটকদের যেতে দিচ্ছে না প্রশাসন।
    • পড়শি রাজ্য ওড়িশার ভিতরকণিকা, বালেস্বর, ভদ্রক সহ সামগ্রিক এলাকা জুড়ে চলেছে ল্যান্ডফল। তার জেরে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত উপকূলে বইছে ঝড়ো হাওয়া। সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টিও।
    • বৃহস্পতিবার রাত আড়াইটায় অর্থাৎ ল্যান্ডফল শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর সমুদ্র ফুলে ফেঁপে ওঠে। দেখা যায় প্রবল জলোচ্ছ্বাস।
    • দিঘার আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে। কখনও আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার কখনও কালো মেঘে ঢেকে যাচ্ছে সমুদ্রের আকাশ।

    ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে দিঘার আবহাওয়া, মধ্যরাতে দেখা গেল জলোচ্ছ্বাসও

  • 25 Oct 2024 09:53 AM (IST)

    ‘দানা’-রল্যান্ডফল প্রক্রিয়া শেষ

    • ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া শেষ।
    •  

      মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চলল ল্যান্ডফল।

    •  

      কিছুটা শক্তি হারিয়ে ওড়িশার আরও ভিতরে ঢুকছে দানা।

    •  

      আগামী ৬ ঘণ্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হবে দানা।

    •  

      দানার প্রভাবে আজ দিনভর বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে

  • 25 Oct 2024 08:57 AM (IST)

    ভাঙছে বাঁধ, ভেঙেছে গাছের ডাল, কী পরিস্থিতি সাগর, নামখানা, পাথরপ্রতিমায়

    • রাতে সবথেকে বেশি ঝড়ের দাপট ছিল সুন্দরবন এলাকায়। সাগর, নামখানা, পাথরপ্রতিমায় বেশ কিছু গাছের ডাল ভেঙেছে। রাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই গাছ কেটে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।
    • শুক্রবারও জেলা জুড়ে লাল সতর্কতা জারি রয়েছে। আজও জেলার সব ফেরি পরিষেবা বন্ধ থাকবে।
    • দুর্যোগের জেরে নদী ও সমুদ্রের জলস্তর বেড়েছে। জলোচ্ছ্বাস দেখা দিয়েছে বকখালি ও মৌসুনী দ্বীপে।
    • বৃষ্টির জেরে এমনিতেই বেহাল বাঁধের মাটি নরম হয়ে রয়েছে আর এই উত্তাল নদী এবং সমুদ্রের ঢেউয়ে নতুন করে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।

  • 25 Oct 2024 08:45 AM (IST)

    ‘দানা’র ধাক্কায় চরম ক্ষতি ধান চাষে

    • দানার প্রভাবে চরম ক্ষতি হল ধান চাষে। বিঘের পর বিঘে কৃষি জমির ধান পড়ে গিয়েছে মাটিতে, পাকা ধান ডুবেছে জলে।
    • চরম দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকার কৃষকেরা। কৃষকদের দাবি কয়েকদিন আগে বন্যায় চরম ক্ষতির সম্মুখীন হয়েছিল তারা, তারপরে আবার এই দানা।
    • শুধু ধান চাষ নয়, এই দানার প্রভাবে আলু চাষও অনেকটাই পিছিয়ে যাবে। ক্ষতি হয়েছে সমস্ত কৃষিজ ফসলের। সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় জেলার কৃষকেরা। সকাল থেকে জেলা জুড়ে চলছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি।
  • 25 Oct 2024 08:37 AM (IST)

    কোন পথে সাইক্লোন দানা?

    • শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মৌসম ভবন জানিয়েছে, দানা’-র টেইল বা লেজের অংশ এখনও স্থলভাগে প্রবেশ করছে।
    • ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় বিভিন্ন স্থানে শুরু হয়েছে প্রকৃতির তাণ্ডব। তীব্র ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে অবিরাম বৃষ্টি।
    • শুক্রবার দুপুরের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় দানা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে। তখন এটি দুর্বল হয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
    •  ছত্তীসগঢ় ও মধ্য প্রদেশের অভিমুখে এগোবে এই ঝড়।

Published On - Oct 25,2024 8:33 AM

Follow Us: