Cyclone Dana Live: ল্যান্ডফল শেষ, এবার অতি গভীর নিম্নচাপ হওয়ার পথে ‘দানা’, দিনভর বৃষ্টির পূর্বাভাস

| Updated on: Oct 25, 2024 | 9:54 AM

Cyclone Dana Live: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শুক্রবার ভোর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা তথা দক্ষিণবঙ্গে। সমুদ্রের জলোচ্ছ্বাসের ধাক্কায় বাঁধ ভেঙে গিয়েছে সাগরদ্বীপে। রাতভর নবান্ন থেকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেথেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Cyclone Dana Live: ল্যান্ডফল শেষ, এবার অতি গভীর নিম্নচাপ হওয়ার পথে 'দানা', দিনভর বৃষ্টির পূর্বাভাস
Image Credit source: GFX- TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 25 Oct 2024 09:53 AM (IST)

    ‘দানা’-রল্যান্ডফল প্রক্রিয়া শেষ

    • ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া শেষ।
    •  

      মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চলল ল্যান্ডফল।

    •  

      কিছুটা শক্তি হারিয়ে ওড়িশার আরও ভিতরে ঢুকছে দানা।

    •  

      আগামী ৬ ঘণ্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হবে দানা।

    •  

      দানার প্রভাবে আজ দিনভর বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে

  • 25 Oct 2024 08:57 AM (IST)

    ভাঙছে বাঁধ, ভেঙেছে গাছের ডাল, কী পরিস্থিতি সাগর, নামখানা, পাথরপ্রতিমায়

    • রাতে সবথেকে বেশি ঝড়ের দাপট ছিল সুন্দরবন এলাকায়। সাগর, নামখানা, পাথরপ্রতিমায় বেশ কিছু গাছের ডাল ভেঙেছে। রাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই গাছ কেটে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।
    • শুক্রবারও জেলা জুড়ে লাল সতর্কতা জারি রয়েছে। আজও জেলার সব ফেরি পরিষেবা বন্ধ থাকবে।
    • দুর্যোগের জেরে নদী ও সমুদ্রের জলস্তর বেড়েছে। জলোচ্ছ্বাস দেখা দিয়েছে বকখালি ও মৌসুনী দ্বীপে।
    • বৃষ্টির জেরে এমনিতেই বেহাল বাঁধের মাটি নরম হয়ে রয়েছে আর এই উত্তাল নদী এবং সমুদ্রের ঢেউয়ে নতুন করে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।

  • 25 Oct 2024 08:45 AM (IST)

    ‘দানা’র ধাক্কায় চরম ক্ষতি ধান চাষে

    • দানার প্রভাবে চরম ক্ষতি হল ধান চাষে। বিঘের পর বিঘে কৃষি জমির ধান পড়ে গিয়েছে মাটিতে, পাকা ধান ডুবেছে জলে।
    • চরম দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকার কৃষকেরা। কৃষকদের দাবি কয়েকদিন আগে বন্যায় চরম ক্ষতির সম্মুখীন হয়েছিল তারা, তারপরে আবার এই দানা।
    • শুধু ধান চাষ নয়, এই দানার প্রভাবে আলু চাষও অনেকটাই পিছিয়ে যাবে। ক্ষতি হয়েছে সমস্ত কৃষিজ ফসলের। সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় জেলার কৃষকেরা। সকাল থেকে জেলা জুড়ে চলছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি।
  • 25 Oct 2024 08:37 AM (IST)

    কোন পথে সাইক্লোন দানা?

    • শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মৌসম ভবন জানিয়েছে, দানা’-র টেইল বা লেজের অংশ এখনও স্থলভাগে প্রবেশ করছে।
    • ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় বিভিন্ন স্থানে শুরু হয়েছে প্রকৃতির তাণ্ডব। তীব্র ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে অবিরাম বৃষ্টি।
    • শুক্রবার দুপুরের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় দানা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে। তখন এটি দুর্বল হয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
    •  ছত্তীসগঢ় ও মধ্য প্রদেশের অভিমুখে এগোবে এই ঝড়।

বৃহস্পতিবার রাত ১১ টার পর শুরু হয় সাইক্লোন ‘দানা’র ল্যান্ডফলের প্রক্রিয়া। একটু একটু করে স্থলভাগে প্রবেশ করে সাইক্লোন দানা। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে সেই প্রক্রিয়া। মধ্যরাতে উপকূলে চলে ঝড়ের দাপট। ‘দানা’র প্রভাবে রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। মধ্যরাতে প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে দিঘায়।

Published On - Oct 25,2024 8:33 AM

Follow Us: