বাজার থেকে আনা কাঁচা পনির চিবিয়ে খান, শরীরের কাছেও ঘেঁষবে না এসব মারণ রোগ
Raw Paneer Benefits: নিরামিষ দিন মানেই যেন হেঁসেলে পনির জায়গা পেয়ে যায়। তবে শুধু নিরামিষ বললে ভুল বলা হবে। মাছ, মাংসের সঙ্গে পাল্লা দিতে পারে এই দুগ্ধজাত পণ্য। পনিরকে প্রোটিনের 'পাওয়ার হাউস' হিসাবে বিবেচনা করা হয়। আমেরিকান ফুড ডাটা সেন্ট্রাল অনুসারে, ১০০ গ্রাম পনিরে ২১.৪৩ গ্রাম প্রোটিন থাকে। এছাড়াও এতে ভিটামিন এ এবং ক্যালসিয়ামও প্রচুর পরিমাণে পাওয়া যায়।
Most Read Stories