Lovlina Borgohain: ব়্যাম্পে হেঁটে তাক লাগালেন বক্সার লভলিনা

বক্সিং (Boxing) রিংয়ের জায়গায় ব়্যাম্পে (Ramp) হাঁটতে দেখা গেল, টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ব্রোঞ্জ পাওয়া ভারতীয় বক্সার লভলিনা বোরগোহিনকে (Lovlina Borgohain)। নর্থইস্ট ফেস্টিভ্যালে (Northeast Festival) অসমের ট্র্যাডিশনাল শাড়ি মুলবেরি সিল্ক 'পাট' পরে ব়্যাম্পওয়াল্ক করলেন লভলিনা। তাঁর এই নতুন অবতার বিশেষ নজর কেড়েছে। নেটদুনিয়ায় রীতিমতো ভাইরালও হয়েছে 'লাভলি লভলিনা'-র এই শাড়ির লুক।

| Edited By: | Updated on: Jan 10, 2022 | 3:05 PM
বক্সিং রিংয়ের জায়গায় ব়্যাম্পে হেঁটে মঞ্চ মাতালেন ভারতীয় বক্সার লভলিনা বোরগোহিন (Lovlina Borgohain)। (ছবি-লভলিনা বোরগোহিন টুইটার)

বক্সিং রিংয়ের জায়গায় ব়্যাম্পে হেঁটে মঞ্চ মাতালেন ভারতীয় বক্সার লভলিনা বোরগোহিন (Lovlina Borgohain)। (ছবি-লভলিনা বোরগোহিন টুইটার)

1 / 4
নর্থইস্ট ফেস্টিভ্যালে (Northeast Festival) অসমের ট্র্যাডিশনাল শাড়ি মুলবেরি সিল্ক 'পাট' পরে ব়্যাম্পওয়াল্ক করলেন লভলিনা। (ছবি-লভলিনা বোরগোহিন টুইটার)

নর্থইস্ট ফেস্টিভ্যালে (Northeast Festival) অসমের ট্র্যাডিশনাল শাড়ি মুলবেরি সিল্ক 'পাট' পরে ব়্যাম্পওয়াল্ক করলেন লভলিনা। (ছবি-লভলিনা বোরগোহিন টুইটার)

2 / 4
নর্থইস্ট ফেস্টিভ্যালে লভলিনা ডিজাইনার জুটি বিদ্যুৎ এবং রাকেশের ওয়েডিং কালেকশনের শো-স্টপার ছিলেন।  (ছবি-লভলিনা বোরগোহিন টুইটার)

নর্থইস্ট ফেস্টিভ্যালে লভলিনা ডিজাইনার জুটি বিদ্যুৎ এবং রাকেশের ওয়েডিং কালেকশনের শো-স্টপার ছিলেন। (ছবি-লভলিনা বোরগোহিন টুইটার)

3 / 4
গাঢ় মেরুন রংয়ের সিল্ক শাড়িতে বেশ নজর কেড়েছেন লভলিনা। (ছবি-লভলিনা বোরগোহিন টুইটার)

গাঢ় মেরুন রংয়ের সিল্ক শাড়িতে বেশ নজর কেড়েছেন লভলিনা। (ছবি-লভলিনা বোরগোহিন টুইটার)

4 / 4
Follow Us: