ব্লুজ় ফাইনালে নায়ক কান্তে
পোর্তোয় চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City) ১-০ হারিয়েছে চেলসি (Chelsea)। কাই হাভার্টজ একমাত্র গোল করে চেলসিকে জেতালেও, ম্যাচের সেরা তিনি হননি। ম্যাচের সেরার পুরস্কার গেছে এনগোলো কান্তের (N'Golo Kante) খাতায়। ফাইনালে পুরো মাঠ জুড়ে বল যেখানে ছিল, কান্তেও সেখানেই ছিলেন। তাই ম্যাচের সেরা গেছে যোগ্য ফুটবলারের দখলেই। তার পর থেকেই, চেলসির মিডফিল্ডার কান্তেকে সতীর্থ থেকে শুরু করে চেলসির প্রাক্তনরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে শুধু ফাইনাল ম্যাচের সেরা তিনি হননি, সেমি ফাইনালের সেরাও হয়েছিলেন কান্তে। দেখে নেওয়া যাক ফাইনালে চেলসির হিরোর কিছু ছবি...
Most Read Stories