ব্লুজ় ফাইনালে নায়ক কান্তে

পোর্তোয় চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City) ১-০ হারিয়েছে চেলসি (Chelsea)। কাই হাভার্টজ একমাত্র গোল করে চেলসিকে জেতালেও, ম্যাচের সেরা তিনি হননি। ম্যাচের সেরার পুরস্কার গেছে এনগোলো কান্তের (N'Golo Kante) খাতায়। ফাইনালে পুরো মাঠ জুড়ে বল যেখানে ছিল, কান্তেও সেখানেই ছিলেন। তাই ম্যাচের সেরা গেছে যোগ্য ফুটবলারের দখলেই। তার পর থেকেই, চেলসির মিডফিল্ডার কান্তেকে সতীর্থ থেকে শুরু করে চেলসির প্রাক্তনরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে শুধু ফাইনাল ম্যাচের সেরা তিনি হননি, সেমি ফাইনালের সেরাও হয়েছিলেন কান্তে। দেখে নেওয়া যাক ফাইনালে চেলসির হিরোর কিছু ছবি...

| Updated on: May 30, 2021 | 2:44 PM
ফাইনালে ফিল ফডেনদের আক্রমণকে কার্যত উড়িয়ে দিয়েছেন কান্তে। (সৌজন্যে-টুইটার)

ফাইনালে ফিল ফডেনদের আক্রমণকে কার্যত উড়িয়ে দিয়েছেন কান্তে। (সৌজন্যে-টুইটার)

1 / 5
২০১৬ সালে ৩ কোটি ২০ লক্ষ পাউন্ড দিয়ে চেলসিতে যোগ দেন ফরাসি ফুটবলার এনগোলো কান্তে। (সৌজন্যে-টুইটার)

২০১৬ সালে ৩ কোটি ২০ লক্ষ পাউন্ড দিয়ে চেলসিতে যোগ দেন ফরাসি ফুটবলার এনগোলো কান্তে। (সৌজন্যে-টুইটার)

2 / 5
২০১৬ সালে লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতানোর নেপথ্যে ছিলেন কান্তে। (সৌজন্যে-টুইটার)

২০১৬ সালে লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতানোর নেপথ্যে ছিলেন কান্তে। (সৌজন্যে-টুইটার)

3 / 5
চেলসির প্রাক্তন ফুটবলার জো কোলে প্রশংসায় ভরিয়েছেন কান্তেকে। তাঁর কথায়, "কান্তেই চেলসির সেরা মিডফিল্ডার।" (সৌজন্যে-টুইটার)

চেলসির প্রাক্তন ফুটবলার জো কোলে প্রশংসায় ভরিয়েছেন কান্তেকে। তাঁর কথায়, "কান্তেই চেলসির সেরা মিডফিল্ডার।" (সৌজন্যে-টুইটার)

4 / 5
কান্তে ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন। (সৌজন্যে-টুইটার)

কান্তে ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন। (সৌজন্যে-টুইটার)

5 / 5
Follow Us: