23 June, 2024
এক চুমুকে বন্ধ হবে চুল পড়া
credit: istock
TV9 Bangla
চুল পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। তার মধ্যে অধিকাংশই চুল পড়ার সঠিক সমাধান খুঁজে পান না। তেল বদলালেই চুল পড়া বন্ধ হয় না।
চুলের স্বাস্থ্য সুন্দর রাখতে গেলে শ্যাম্পু, তেলই যথেষ্ট নয়। অনেক সময় খাবারের মাধ্যমেও চুলের যত্ন নিতে হয়। তবেই চুলের গোড়া মজবুত থাকে।
আয়ুর্বেদিক পানীয় দিয়ে চুল পড়ার সমস্যা রুখে দিতে পারেন। এমন ৫টি আয়ুর্বেদিক পানীয় রয়েছে, যা চুলের যাবতীয় সমস্যা দূর করে।
আমলকির রসে ভিটামিন সি রয়েছে, যা নতুন চুল গজাতে, চুল পড়া কমাতে এবং পাকা চুলের সমস্যা দূর করতে সাহায্য করে।
ভৃঙ্গরাজের তেল মাথায় মাখুন। আর ভৃঙ্গরাজের চায়ের চুমুক দিন। ভৃঙ্গরাজের চা স্ক্যাল্পের সমস্যা কমাতে এবং চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
মেথি ভেজানো জলে চুলের গোড়া মজবুত করে। মেথি ভেজানো জল খেলে সহজেই এড়াতে পারবেন চুল পড়ার সম্ভাবনা।
জবা ফুলের চা খেয়েও চুলের সমস্যা দূর করতে পারবেন। জবা ফুলের চা খুশকির সমস্যা দূর করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
ডাবের জল চুলের জন্য দারুণ উপকারী। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে, চুল লম্বা করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে।
আরও পড়ুন