Road Accident: সিউড়ির কাছে লরি উল্টে মৃত ২, আহত ৭

লরির উল্টে যাওয়ার ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন সাত জন। তাঁদের সকলকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিয়ে যায় সিউড়ি সদর হাসপাতালে। খবর দেওয়া হয় সিউড়ি পুলিশকেও। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে।

Road Accident: সিউড়ির কাছে লরি উল্টে মৃত ২, আহত ৭
দুর্ঘটনার জেরে উল্টে গিয়েছে লরি।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 9:33 AM

সিউড়ি: লরি দুর্ঘটনার জেরে প্রাণ গেল দুজনের। ঘটনায় আহত হয়েছেন সাত জন। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে সিউড়ির বেহিরা কালীতলার কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বোলপুরের দিক থেকে আসছিল একটি খড়বোঝাই লরি। সিউড়ির দিক থেকে আসছিল ধানবোঝাই লরি। বেহিরা কালীতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি চলে এই দুই লরি। তখন মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে ধানবোঝাই লরিটি। এবং রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে যায় লরিটি। এর জেরেই ঘটেছে এই দু্র্ঘটনা।

লরির উল্টে যাওয়ার ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন সাত জন। তাঁদের সকলকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিয়ে যায় সিউড়ি সদর হাসপাতালে। খবর দেওয়া হয় সিউড়ি পুলিশকেও। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে।

অন্যদিকে, রবিবার ঘাটাল-পাশকুড়া রাজ্য সড়কের দাসপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। মোটর সাইকেলের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কার ঘটনায় আশঙ্কাজনক ৩ জন। দুটি গাড়ির গতিবেগ বেশি থাকার কারণে দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়িই। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার বকুলতলা এলাকায়। জানা গিয়েছে একটি প্রাইভেট কার পাঁশকুড়া থেকে ঘাটালের দিকে আসছিল। ঠিক সেই সময় ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল একটি বাইক। দাসপুর থানার বকুলতলা এলাকায় দুই যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে প্রাইভেট কারের উপরে উঠে যায় দুই মোটর বাইক চালক। দুটি গাড়ির গতিবেগ প্রবল থাকার কারণে আশঙ্কাজনক ভাবে আহত হয় প্রাইভেট কারের চালক।