প্রাচীন হোমিওপ্যাথি ওষুধে আজও অনেকেই ভরসা করেন সেই সঙ্গে খানও। অনেক জটিল রোগও সেরে যায় হোমিওপ্যাথির গুণে। পাড়ায় পাড়ায় এখনও অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা বসেন। অনেকে ভাবেন এই ওষুধ খেলে কম খরচেই বোধহয় রোগ সেরে যেতে পারে।
সারা পৃথিবীর পাশাপাশি একটা সময় ভারতেও হোমিওপ্যাথি বিপ্লব এসেছে। বহু চিকিৎসক এই চিকিৎসাশাস্ত্র নিয়ে নিয়মিত চর্চা করেন। আর নিয়ম মেনে এই ওষুধ খেয়ে অনেকেই সুস্থ হয়েছেন। হচ্ছেন।
অ্যালোপ্যাথি ওষুধের মত হোমিওপ্যাথি ওষুধ এত দ্রুত কাজ করে না। এই ওষুধ ঠিক সময় মেনে এবং নিয়ম মেনে খেতে হয়। তবে অনেকে বলেন হোমিওপ্যাথি ওষুধ খেলে টক খেতে নেই। এই টক খাওয়ার সঙ্গে হোমিওপ্যাথির কোনও সম্পর্ক নেই।
এমনকী অনেকের ধারণা হোমিওপ্যাথি খেলে পেঁয়াজ, রসুনও খেতে নেই। এই দুইয়ের যে তীব্র গন্ধ তাতে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। একথা ঠিক যে ওষুধ খাওয়ার একদম পরে কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত নয়। কিন্তু ২ ঘন্টা পর খেলে কোনও সমস্যা হয় না। তবে কোন ওষুধের সঙ্গে কী খাবেন তা চিকিৎসকই বলে দেবেন।
হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার কিছু নিয়ম রয়েছে। সাধারণত বলা হয় খালি পেটে ওষুধ খাওয়ার কথা। তবে সকালবেলা ছাড়া তো সেভাবে খালিপেট খাকে না। তাই ওষুধ খাওয়ার ২০ মিনিট আগে কিছু না খেতে বলা হয়। আর ওষুধ খাওয়ার ২০ মিনিট পরও কিছু মুখে তোলা যাবে না। এভাবে ৪০ মিনিট মুখ বন্ধ করে রাখতে পারলেই ওষুধ কাজ করবে দ্রুত বেগে।
অনেকেই নিজের মতো করে হোমিওপ্যাথির ওষুধ খেয়ে নেন। মনে ভাবেন যেহেতু এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই তাই নিজের মত খেলেই হল। তবে এই ভাবনা একেবারেই ঠিক নয়। এতে শরীরের ক্ষতি হয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে সব সময় হোমিওপ্যাথি ওষুধ খাবেন।