Hospital Fire: হঠাৎই হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউয়ে ভয়াবহ আগুন, মৃত্যু চার শিশুর

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 09, 2021 | 6:48 AM

Madhya Pradesh: হাসপাতাল সূত্রে খবর, ঘটনার সময় শিশুদের আইসিইউয়ে কমপক্ষে ৪০ শিশু চিকিৎসাধীন ছিল।

Hospital Fire: হঠাৎই হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউয়ে ভয়াবহ আগুন, মৃত্যু চার শিশুর
ভয়াবহ অগ্নিকাণ্ড ভোপালের কমলা নেহেরু হাসপাতালের শিশু ওয়ার্ডে। প্রতীকী চিত্র।

Follow Us

ভোপাল: ভয়াবহ অগ্নিকাণ্ড ভোপালের কমলা নেহেরু হাসপাতালের শিশু ওয়ার্ডে। এই ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, সোমবার রাত ৯টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। সরকারি পরিচালিত এই হাসপাতাল ভবনের তৃতীয় তলে আগুন লাগে। মূলত হাসপাতালের যে পাশে আগুন লাগার ঘটনা ঘটে, সেখানে পেডিয়াট্রিক আইসিইউ ছিল। কী ভাবে এই আগুন লাগার ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর, সে সময় শিশুদের আইসিইউয়ে কমপক্ষে ৪০ শিশু চিকিৎসাধীন ছিল। ৩৬ জনকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হলেও চার শিশুকে বাঁচানো যায়নি।

স্টেট মেডিকেল এডুকেশন মিনিস্টার বিশ্বাস সারং জানান, “স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (SNCU) আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। চার শিশুর মৃত্যু হয়। শর্টসার্কিটের জেরে এই আগুন লাগার ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই আমি দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছই। গোটা ওয়ার্ডটাই অন্ধকার হয়ে গিয়েছিল। পাশের ওয়ার্ডে আমরা শিশুদের স্থানান্তরিত করি।”

হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে হাজির হয় দমকলের ১২টির বেশি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এই মর্মন্তুদ ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান লেখেন, ‘হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুঃখজনক। খুবই দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য সম্পন্ন করা হয়। আগুন নিয়ন্ত্রণেও আনা সম্ভব হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় গুরুতর অসুস্থ তিন শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। ঈশ্বর ওদের আত্মাকে শান্তি দিন। এই শিশুদের প্রিয়জনের প্রতি আমার গভীর সমবেদনা রইল। যারা এই ঘটনায় আহত হয়েছে, তারাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আমার কামনা রইল।’

আরও পড়ুন: ‘রাজ্যের কোনও অধিকার নেই বেছে ভোট করানোর’, কমিশনে চিঠি জয়প্রকাশদের

 

Next Article