Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Photo Gallery: বিশ্বের ১০ শক্তিশালী অস্ত্র-সম্ভারের দেশ, ভারত কত নম্বরে?

| Edited By: | Updated on: Sep 06, 2021 | 8:38 PM
 ১০) তুরস্ক বাজেট: ১৮২০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ৪১০,৫০০ ট্যাঙ্ক সংখ্যা: ৩,৭৭৮ মোট যুদ্ধ বিমান:১,০২০ মোট সাবমেরিন:১৩  তুরস্কের সেনাবাহিনী পূর্ব ভূমধ্যসাগরীয় দেশগুলির মধ্যে অন্যতম বৃহৎ। তুরস্ক সেনার এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের অভাব রয়েছে।

১০) তুরস্ক বাজেট: ১৮২০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ৪১০,৫০০ ট্যাঙ্ক সংখ্যা: ৩,৭৭৮ মোট যুদ্ধ বিমান:১,০২০ মোট সাবমেরিন:১৩ তুরস্কের সেনাবাহিনী পূর্ব ভূমধ্যসাগরীয় দেশগুলির মধ্যে অন্যতম বৃহৎ। তুরস্ক সেনার এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের অভাব রয়েছে।

1 / 10
৯) ব্রিটেন বাজেট: ৬০৫০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ১৪৬,৯৮০ ট্যাঙ্ক সংখ্যা: ৪০৭ মোট যুদ্ধ বিমান:৯৩৬ মোট সাবমেরিন:১০  ব্রিটিশ সেনাবাহিনী মূলত রানি এলিজাবেথের সশস্ত্র বাহিনী রূপে পরিচিত।

৯) ব্রিটেন বাজেট: ৬০৫০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ১৪৬,৯৮০ ট্যাঙ্ক সংখ্যা: ৪০৭ মোট যুদ্ধ বিমান:৯৩৬ মোট সাবমেরিন:১০ ব্রিটিশ সেনাবাহিনী মূলত রানি এলিজাবেথের সশস্ত্র বাহিনী রূপে পরিচিত।

2 / 10
৮) ইতালি বাজেট: ৩৪০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ৩২০,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৫৮৬ মোট যুদ্ধ বিমান:৭৬০ মোট সাবমেরিন:৬  ইতালিয় সেনাবাহিনীর ২টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে। এছাড়াও ইতালিয় সেনার আক্রমনাত্মক হেলিকপ্টার সমগ্র বিশ্বে তাঁদের অষ্টম স্থান অধিকার করতে সাহায্য করেছে।

৮) ইতালি বাজেট: ৩৪০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ৩২০,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৫৮৬ মোট যুদ্ধ বিমান:৭৬০ মোট সাবমেরিন:৬ ইতালিয় সেনাবাহিনীর ২টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে। এছাড়াও ইতালিয় সেনার আক্রমনাত্মক হেলিকপ্টার সমগ্র বিশ্বে তাঁদের অষ্টম স্থান অধিকার করতে সাহায্য করেছে।

3 / 10
৭) দক্ষিণ কোরিয়া বাজেট: ৬২৩০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ৬২৪,৪৬৫ ট্যাঙ্ক সংখ্যা: ২,৩৮১ মোট যুদ্ধ বিমান:১,৪১২ মোট সাবমেরিন:১৩  উত্তর কোরিয়ার আগ্রাসী ধরনের সঙ্গে পাল্লা দিতে দক্ষিণ কোরিয়া নিজের সেনাবাহিনীকে যথেষ্ট মজবুত করেছে। দক্ষিণ কোরিয়া বায়ু সেনা সমগ্র বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে।

৭) দক্ষিণ কোরিয়া বাজেট: ৬২৩০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ৬২৪,৪৬৫ ট্যাঙ্ক সংখ্যা: ২,৩৮১ মোট যুদ্ধ বিমান:১,৪১২ মোট সাবমেরিন:১৩ উত্তর কোরিয়ার আগ্রাসী ধরনের সঙ্গে পাল্লা দিতে দক্ষিণ কোরিয়া নিজের সেনাবাহিনীকে যথেষ্ট মজবুত করেছে। দক্ষিণ কোরিয়া বায়ু সেনা সমগ্র বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে।

4 / 10
৬) ফ্রান্স বাজেট: ৬২৩০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ২০২,৭৬১ ট্যাঙ্ক সংখ্যা: ৪২৩ মোট যুদ্ধ বিমান:১,২৬৪ মোট সাবমেরিন:১০  ফ্রান্সের সেনাবাহিনী তূলনামূলকভাবে ছোট কিন্তু প্রশিক্ষণ ও দক্ষতার দিক থেকে এগিয়ে। ফ্রান্সের কাছে অত্য়াধুনিক রাফাল রয়েছে।

৬) ফ্রান্স বাজেট: ৬২৩০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ২০২,৭৬১ ট্যাঙ্ক সংখ্যা: ৪২৩ মোট যুদ্ধ বিমান:১,২৬৪ মোট সাবমেরিন:১০ ফ্রান্সের সেনাবাহিনী তূলনামূলকভাবে ছোট কিন্তু প্রশিক্ষণ ও দক্ষতার দিক থেকে এগিয়ে। ফ্রান্সের কাছে অত্য়াধুনিক রাফাল রয়েছে।

5 / 10
৫) ভারত বাজেট: ৫০০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ১,৩২৫,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৬,৪৬৪ মোট যুদ্ধ বিমান:১,৯০৫ মোট সাবমেরিন:১৫  সক্রিয় সৈন্য সংখ্যার বিচারে ভারত অন্যতম শক্তিশালী একটি দেশ। ভারত পারমাণবিক শক্তি সম্পন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র ,চিন ও রাশিয়ার পর ভারতের ট্যাঙ্ক সংখ্যা সর্বাধিক।

৫) ভারত বাজেট: ৫০০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ১,৩২৫,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৬,৪৬৪ মোট যুদ্ধ বিমান:১,৯০৫ মোট সাবমেরিন:১৫ সক্রিয় সৈন্য সংখ্যার বিচারে ভারত অন্যতম শক্তিশালী একটি দেশ। ভারত পারমাণবিক শক্তি সম্পন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র ,চিন ও রাশিয়ার পর ভারতের ট্যাঙ্ক সংখ্যা সর্বাধিক।

6 / 10
৪) জাপান বাজেট: ৪১৬০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ২৪৭,১৭৩ ট্যাঙ্ক সংখ্যা: ৬৭৪ মোট যুদ্ধ বিমান:১,৬১৩ মোট সাবমেরিন:১৬  জাপানের সেনাবাহিনী তূলনামূলকভাবে ছোট কিন্তু সুসজ্জিত। জাপান সাবমেরিন সংখ্য়ার নিরিখে বিশ্বে চতুর্থ ।

৪) জাপান বাজেট: ৪১৬০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ২৪৭,১৭৩ ট্যাঙ্ক সংখ্যা: ৬৭৪ মোট যুদ্ধ বিমান:১,৬১৩ মোট সাবমেরিন:১৬ জাপানের সেনাবাহিনী তূলনামূলকভাবে ছোট কিন্তু সুসজ্জিত। জাপান সাবমেরিন সংখ্য়ার নিরিখে বিশ্বে চতুর্থ ।

7 / 10
৩)চিন বাজেট: ২১৬০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ২,৩৩৩,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৯,১৫০ মোট যুদ্ধ বিমান:২,৮৬০ মোট সাবমেরিন:৬৭   ট্যাঙ্ক সংখ্য়ার নিরিখে চিন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পরে রয়েছে। যেহেতু চিনের জনসংখ্যা সবথেকে বেশি, তাই চিনের সৈন্য সংখ্যা বিশ্বে সর্বাধিক।

৩)চিন বাজেট: ২১৬০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ২,৩৩৩,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৯,১৫০ মোট যুদ্ধ বিমান:২,৮৬০ মোট সাবমেরিন:৬৭ ট্যাঙ্ক সংখ্য়ার নিরিখে চিন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পরে রয়েছে। যেহেতু চিনের জনসংখ্যা সবথেকে বেশি, তাই চিনের সৈন্য সংখ্যা বিশ্বে সর্বাধিক।

8 / 10
২) রাশিয়া  বাজেট: ৮৪৫০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ৭৬৬,০৫৫ ট্যাঙ্ক সংখ্যা: ১৫,৩৯৮ মোট এয়ারক্রাফ্ট:৩,৪২৯ মোট যুদ্ধ বিমান:৫৫  রাশিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সামরিক শক্তি। ট্যাঙ্ক সংখ্য়ার নিরিখে রাশিয়া বিশ্বে প্রথম।

২) রাশিয়া বাজেট: ৮৪৫০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ৭৬৬,০৫৫ ট্যাঙ্ক সংখ্যা: ১৫,৩৯৮ মোট এয়ারক্রাফ্ট:৩,৪২৯ মোট যুদ্ধ বিমান:৫৫ রাশিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সামরিক শক্তি। ট্যাঙ্ক সংখ্য়ার নিরিখে রাশিয়া বিশ্বে প্রথম।

9 / 10
১)মার্কিন যুক্তরাষ্ট্র  বাজেট: ৬০১০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ১,৪০০,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৮,৮৪৮ মোট যুদ্ধ বিমান:১৩,৮৯২ মোট সাবমেরিন:৭২  মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তির পাশাপাশি ১০ টি ২টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের অধিকারী। মার্কিন সেনাবাহিনী পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী।

১)মার্কিন যুক্তরাষ্ট্র বাজেট: ৬০১০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ১,৪০০,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৮,৮৪৮ মোট যুদ্ধ বিমান:১৩,৮৯২ মোট সাবমেরিন:৭২ মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তির পাশাপাশি ১০ টি ২টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের অধিকারী। মার্কিন সেনাবাহিনী পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী।

10 / 10
Follow Us:
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!