কারি পাতার তেল তৈরি করুন বাড়িতে!চুল পড়ার সমস্যায় ব্যবহার করুন কারি পাতার তেল৩-৪ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে কয়েকটা কারি পাতা দিয়ে ফুটিয়ে দিন।কিছুক্ষণ অল্প আঁচে রেখে গরম করে নিন।তেলটা ঠান্ডা হলে সেটা দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন।৩০ মিনিট মতো রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।