5th July, 2025

মোবাইলে ফাটা স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করছেন?

TV9 Bangla 

Credit - Getty Images 

কখনও হাতে পড়ে বা কখনও কোথাও ঠোকা লেগে অনেক সময়ই ভেঙে যায় মোবাইলের স্ক্রিন। ভেঙে যায় উপরে লাগানো গ্লাস প্রটেক্টর।

গ্লাস ফেটে যাওয়ার পরেও দীর্ঘদিন তা ব্যবহারের অভ্যাস রয়েছে আমাদের অনেকেরই। আর এতেই বাড়ছে বিপদের ঝুঁকি।

ফাটা স্ক্রিনে তীক্ষ্ণ ধার থাকতে পারে। যা হাতে লাগলে রক্তপাতের কারণও হতে পারে। এমনকী ফোন ধরতে গিয়ে কান বা মুখও কেটে যেতে পারে।

দীর্ঘদিন ফাটা গ্লাস ব্যবহার করলে ডিসপ্লে বা টাচ স্ক্রিন নষ্ট হয়ে যেতে পারে। স্ক্রিন ফাটা থাকলে ধুলো, জল ঢুকে টাচ বা ডিসপ্লে পুরোপুরি অকেজো হয়ে যেতে পারে।

স্ক্রিনের নিচের লেয়ারে থাকা সেন্টিভ অংশগুলি নষ্ট হয়ে যেতে পারে। ভিতরে থাকা সেন্সরগুলিও নষ্ট হয়ে যেতে পারে।

মোবাইলের ভিতরের পার্টসগুলিও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। ফাটা অংশ দিয়ে জল-ঘাম ঢুকে মাদারবোর্ড, ব্যাটারি বা অন্যান্য ইলেকট্রনিক অংশে শর্ট সার্কিট হতে পারে।

ফাটা স্ক্রিনে কনটেন্ট দেখা, দীর্ঘক্ষণ মোবাইল ঘাঁটা খুবই অসুবিধাজনক। যার ফলে চোখে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।

গ্লাস ফাটা থাকলে স্ক্রিনও দ্রুত ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভবিষ্যতে মোবাইলটি বিক্রি করতে চাইলে ফাটা স্ক্রিনের কারণে দাম অনেক কমে যাবে, অনেকে নিতেও চাইবে না।