বাঁকুড়া: বিজেপির (BJP) বুথ এজেন্টের উপর হামলার অভিযোগ। উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সোনামুখী বিধানসভার ৭৩ নম্বর বুথে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসকদল।
অভিযোগ, এদিন ভোট চলাকালীন সোনামুখী বিধানসভার ৭৩ নম্বর বুথের বিজেপি এজেন্ট জগন্নাথ সুকে ব্যাপক মারধর করা হয়। সোনামুখী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর বাজারের বৈষ্ণবপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই বুথ ছিল।
আক্রান্ত বিজেপির বুথ এজেন্ট জগন্নাথ সু বলেন, “দুপুরে আমি বুথের বাইরে বেরিয়েছিলাম। সেই সময় তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী আমাকে ঘিরে ধরে আক্রমণ করে। আমাকে বাঁশ দিয়ে মারে। আমার পকেট থেকে রুপোর হার, পয়সাও নিয়ে পালিয়ে যায়।”
আরও পড়ুন: সংখ্যালঘু অধ্যুষিত ওসমানচকের তিন যুবককে ‘আটক’ কেন্দ্রীয় বাহিনীর! মমতার কাছে নালিশ স্থানীয়দের
সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি জানান, তাঁরা গোটা বিষয়টি সোনামুখী থানায় জানিয়েছেন। জগন্নাথ সুকে বাঁশ দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ তাঁর। পিঠে ও মাথায় আঘাত লাগে। যদিও সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় ঘটনার কথা অস্বীকার করেন। তাঁর দাবি, বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।