নন্দীগ্রাম: ওসমানচকের তিন যুবককে আটক করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিকের পথে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার নন্দীগ্রাম-১ ব্লকের ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, ভোট দিতে গিয়েছিলেন ওই তিন যুবক। এরপরই তাঁদের তুলে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু কেন তাঁদের আটক করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রশ্ন উঠছে, ভোট দিতে গেলে কোনও কারণ ছাড়া কেনই বা কেউ আটক হবেন। এলাকাবাসীর দাবি, এই এলাকা সংখ্যালঘু। সাম্প্রদায়িক বিভাজনের জন্য এই আটক বলেও তাঁদের অভিযোগ।
আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 2: ভোট দিতে গিয়ে দম্পতি শুনলেন তাঁরা ‘মৃত’
উল্লেখ্য, বয়াল থেকে নন্দীগ্রাম-১ ব্লকের দলীয় কার্যালয়ে ফিরে ফের বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তেখালি হয়ে সোনাচূড়ার রাস্তা ধরে তাঁর কনভয় যাওয়ার সময় ওসমানচকের রাস্তা ধরেন তৃণমূল নেত্রী। সেখানেই স্থানীয়রা তাঁর গাড়ি দাঁড় করিয়ে গোটা বিষয় জানান। স্থানীয়দের আর্তি, বিনা কারণে তিনটি ছেলেকে ধরে নিয়ে গিয়েছে। যে ভাবেই হোক মমতা যেন রক্ষা করেন। এরপরই ফোনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন মমতা। উল্টো দিক থেকে সদর্থক আশ্বাস আসার পর এলাকা ছাড়েন তিনি।