Urfi Javed Fashion: নতুন পোশাকের সাজে ভাইরাল ডিজাইনার, বিক্ষুব্ধ নেটিজেনরা…

নিজের পোশাকের জন্য হামেশাই চর্চায় থাকেন উরফি জাভেদ। বিগ বস ওটিটি-র সুবাদেই লাইমলাইটে উঠে আসা উরফির। ফের একবার উরফির ফ্যাশন আর স্টাইল স্টেটমেন্ট দেখে শোরগোল নেটপাড়ায়...

1/5
কালো রঙা পোশাকে নেটদুনিয়ায় হইচই ফেললেন উর্ফি জাভেদ ৷ ছবিতে দেখা গেল উরফির বক্ষদেশ থেকে নাভির নীচ পর্যন্ত পোশাক প্রায় সবটাই থোলা!
কালো রঙা পোশাকে নেটদুনিয়ায় হইচই ফেললেন উর্ফি জাভেদ ৷ ছবিতে দেখা গেল উরফির বক্ষদেশ থেকে নাভির নীচ পর্যন্ত পোশাক প্রায় সবটাই থোলা!
2/5
বুক থেকে পেট কাটা এই পোশাকে উপচে পড়ছে উরফির ভরা যৌবন। সমালোচনায় বিদ্ধ হলেও ট্রোলারদের পাত্তা দেন না উরফি।
বুক থেকে পেট কাটা এই পোশাকে উপচে পড়ছে উরফির ভরা যৌবন। সমালোচনায় বিদ্ধ হলেও ট্রোলারদের পাত্তা দেন না উরফি।
3/5
উরফির এই পোশাকে নেটিজেনদের মধ্যে তৈরি হওয়া শোরগোল যদিও ফ্যাশন অনুরাগীদের বিচলিত করেনি। তাদের মতে উরফির এই পোশাক অত্যাধুনিক মানের একটা ডিজাইন তুলে ধরেছে। যা এর আগে খুব একটা কেউ ভেবে দেখে নি।
উরফির এই পোশাকে নেটিজেনদের মধ্যে তৈরি হওয়া শোরগোল যদিও ফ্যাশন অনুরাগীদের বিচলিত করেনি। তাদের মতে উরফির এই পোশাক অত্যাধুনিক মানের একটা ডিজাইন তুলে ধরেছে। যা এর আগে খুব একটা কেউ ভেবে দেখে নি।
4/5
নিজের পোশাক নিজেই ডিজাইন করেন উরফি। পুরোনো পোশাকে কাঁচি চালিয়েই একদম ফ্যাশনেবল ড্রেস বানানোয় ওস্তাদ সে। আর সেই কাঁচি চালানোর দারুণ নিদর্শন দেখা যাচ্ছে এই ছবিতেই। উরফির এই সাহসী চেহারার ছবি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গেছে নেটপাড়ায়।
নিজের পোশাক নিজেই ডিজাইন করেন উরফি। পুরোনো পোশাকে কাঁচি চালিয়েই একদম ফ্যাশনেবল ড্রেস বানানোয় ওস্তাদ সে। আর সেই কাঁচি চালানোর দারুণ নিদর্শন দেখা যাচ্ছে এই ছবিতেই। উরফির এই সাহসী চেহারার ছবি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গেছে নেটপাড়ায়।
5/5
ছবিতে উরফির এমন বোল্ড অবতার থেকে হাঁ নেটিজেনরা। কেউ কেউ বলছেন, ‘রণবীর সিং-কে লোকে বেকার বদনাম করে’। কেউ আবার বলছেন, ‘এমন ছেঁড়া পোশাক কে পরে?’
ছবিতে উরফির এমন বোল্ড অবতার থেকে হাঁ নেটিজেনরা। কেউ কেউ বলছেন, ‘রণবীর সিং-কে লোকে বেকার বদনাম করে’। কেউ আবার বলছেন, ‘এমন ছেঁড়া পোশাক কে পরে?’

Click on your DTH Provider to Add TV9 Bangla