Murshidabad: মুখে চলছে পিঁপড়ের দল, বেঁচে আছে নাকি মৃত্যু হয়েছে? মেয়ের দুরাবস্থা দেখে হাসপাতালেই ক্ষোভে ফেটে পড়ল পরিবার

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Sep 19, 2024 | 9:48 PM

Murshidabad: পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই আজ এই অবস্থা তাঁদের মেয়ের। মেয়ের গোটা মুখে পিঁপড়েও ধরেছে। কিন্তু, তাঁর শারীরিক অবস্থার বর্তমান কী পরিস্থিতি তা কিছুতেই জানাচ্ছেন না চিকিৎসকেরা।

Murshidabad: মুখে চলছে পিঁপড়ের দল, বেঁচে আছে নাকি মৃত্যু হয়েছে? মেয়ের দুরাবস্থা দেখে হাসপাতালেই ক্ষোভে ফেটে পড়ল পরিবার
উত্তেজনা হাসপাতালে
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বহরমপুর: কখনও বলা হচ্ছে রোগীর অবস্থা খারাপ, কখনও বলা হচ্ছে মৃত্যু হয়েছে, আসলে কী হয়েছে তা নাকি জানতেই পারছেন না পরিবারের লোকজন। তাতেই শোরগোল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের লোকজন। প্রসঙ্গত, চলতি মাসের বহরমপুরের হাল সানা পাড়ার জুলেখা খাতুন নামে এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি হন। সন্তান প্রসবও করেন। জুলেখার পরিবারের লোকজন বলছেন, সদ্যজাত সন্তান ভাল থাকলেও মায়ের কী অবস্থা তা বলতে পারছেন না চিকিৎসকেরা। কখনও বলা হচ্ছএ বেঁচে আছে, কখনও বলা হচ্ছে মারা গিয়েছেন। 

পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই আজ এই অবস্থা তাঁদের মেয়ের। মেয়ের গোটা মুখে পিঁপড়েও ধরেছে। কিন্তু, তাঁর শারীরিক অবস্থার বর্তমান কী পরিস্থিতি তা কিছুতেই জানাচ্ছেন না চিকিৎসকেরা। তাতেই বাড়ছে ক্ষোভ। প্রতিবাদে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মাতৃ মা বিভাগের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। 

এই খবরটিও পড়ুন

রোগীর পরিবারের সদস্য ফাওজা বিবি বলেন, “শরীরের চারদিকে পিঁপড়ে ধরে গিয়েছে। মেয়ের যা অবস্থা চোখেই দেখা যায় না। হাসপাতালের লোকজনের বলছি ওরা শুধু বলছে আমরা দেখছি। কিন্তু কিছুই করছে না। যে ডাক্তার অপারেশন করেছিলেন তিনি নিজে আর একবারও দেখতে আসেননি।” 

Next Article