Jefferies’ report: সারা জীবনের পড়াশোনার যা খরচ, তার দ্বিগুণ টাকা বিয়েতে ওড়ায় ভারতীয়রা

Jefferies' report on Indian wedding: সারা জীবনের শিক্ষায় যত অর্থ ব্যয় হয়, ভারতীয়রা তার প্রায় দ্বিগুণ ব্যয় করে তাদের বিবাহে। আমরা বলছি না, বলছে বিনিয়োগ ব্যাঙ্কিং এবং পুঁজিবাজার সংস্থা, 'জেফরিজ'-এর সাম্প্রতিক প্রতিবেদন। শিল্পের বিভিন্ন ক্ষেত্র জুড়ে প্রভাব ফেলে ভারতীয় বিবাহ শিল্প।

Jefferies' report: সারা জীবনের পড়াশোনার যা খরচ, তার দ্বিগুণ টাকা বিয়েতে ওড়ায় ভারতীয়রা
প্রতীকী ছবি (কৃত্রতিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি)Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Jul 01, 2024 | 9:20 PM

নয়া দিল্লি: সারা জীবনের শিক্ষায় যত অর্থ ব্যয় হয়, ভারতীয়রা তার প্রায় দ্বিগুণ ব্যয় করে তাদের বিবাহে। আমরা বলছি না, বলছে বিনিয়োগ ব্যাঙ্কিং এবং পুঁজিবাজার সংস্থা, ‘জেফরিজ’-এর সাম্প্রতিক প্রতিবেদন। তারা জানিয়েছে, ভারতীয় বিবাহ শিল্পের মোট মূল্য প্রায় ১৩,০০০ কোটি মার্কিন ডলার বা ১০.৭ লক্ষ কোটি টাকা। এর থেকে বড় শিল্পবিভাগ ভারতে একটিই রয়েছে। তা হল খাদ্য ও মুদিখানার পণ্য। বাজারের আকারে ভারতীয় বিবাহ শিল্প, মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক পিছনে ফেলেছে। তবে এই ক্ষেত্রে ভারতের আগে আছে চিন।

‘জেফরিজ’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয়দের বিবাহের গড় খরচ প্রায় ১৫,০০০ ডলার বা ১২.৫ লক্ষ টাকা। যা প্রাক-বিদ্যালয় থেকে স্নাতক স্তরের শিক্ষার খরচের প্রায় দ্বিগুণ। আর বিলাসবহুল বিবাহগুলির গড় খরচ থাকে ২০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার। এর মধ্যে, বিয়ের বিলাসবহুল ভেন্যু, একাধিক অনুষ্ঠান, অতিথিদের থাকার বিলাসবহুল জায়গা, বিলাসবহুল ক্যাটারিং, বিস্তৃত সাজসজ্জা, বিনোদনের খরচ রয়েছে। বিবাহ শিল্পে সাধারণত ছোট ব্যবসায়ী এবং পরিষেবা প্রদানকারীর আধিক্য দেখা যায়। আসলে ভারতের প্রতিটি অঞ্চলের নিজ নিজ ঐতিহ্য রয়েছে। স্থানীয় ব্যবসাগুলি সেগুলির সঙ্গে ভালভাবে খাপ খাইয়ে নিতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিল্পের বিভিন্ন ক্ষেত্র জুড়ে প্রভাব ফেলে ভারতীয় বিবাহ শিল্প। গয়না, পোশাক, কেটারিংয়ের মতো শিল্পের বিভিন্ন ক্ষেত্র জড়িয়ে রয়েছে এই শিল্পের সঙ্গে। অলঙ্কার শিল্পের আয়ের অর্ধেকেরও বেশি যেমন আসে বিয়ের কেনাকাটা থেকে। পোশাক শিল্পের ১০ শতাংশ আয় হয় বিয়ে এবং বিয়ে উদযাপনের পোশাক থেকে। বিবাহের ব্যয়ের ২০ শতাংশ যায় ক্যাটারিং-এর পিছনে। আর ১৫ শতাংশ যায় ইভেন্ট ম্যানেজমেন্ট পরিষেবাগুলির পিছনে। এছাড়া, অটোমোবাইল, কনজিউমার ইলেকট্রনিক্স, পেইন্টস ইত্যাদির মতো বিভিন্ন খাতের সঙ্গেও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে বিবাহ শিল্প।

জেফরিজে-এর মতে, ভারতে বিয়ের পরিকল্পনা সাধারণত ৬ থেকে ১২ মাস আগেই শুরু হয়ে যায়। বছরে ৮০ লক্ষ থেকে ১ কোটি বিবাহ হয়। সেখানে চিনে বছরে বিবাহ হয় ৭০ থেকে ৮০ লক্ষ, আর আমেরিকায় মাত্র ২০ থেকে ২৫ লক্ষ। আর টাকার অঙ্কে, ভারতীয় বিবাহ শিল্প, মার্কিন যুক্তরাষ্ট্রে বিবাহ শিল্পের থেকে প্রায় দ্বিগুণ। মার্কিন বিবাহ শিল্পের মোট মূল্য ৭০০০ কোটি ডলার। তবে চিনের বিবাহ শিল্পের আকার ভারতের থেকেও বড়। মোট মূল্য ১৭,০০০ ডলার। এক কথায় বলা যায়, ভারতীয়রা বিয়েতে খরচা করতে ভালবাসে। তাদের আয় বা সম্পদের মাত্রার মধ্যে তফাৎ থাকতে পারে। কিন্তু, অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে, বিয়েতে অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখা যায়।

বিচ্ছেদের জল্পনা উষ্কে দিল মালাইকার এই পোস্ট, কী এমন লিখলেন...
বিচ্ছেদের জল্পনা উষ্কে দিল মালাইকার এই পোস্ট, কী এমন লিখলেন...
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
ব্যাঙ্কিংয়ে মহাবিপদ, অ্যাকাউন্টে ‘আশঙ্কা’
ব্যাঙ্কিংয়ে মহাবিপদ, অ্যাকাউন্টে ‘আশঙ্কা’
রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়,
রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়,
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!