Death Due to Dengue: আবার ডেঙ্গির থাবা, আতঙ্ক
রাজ্যে বৃষ্টি শুরু হতে না হতেই ডেঙ্গুতে মৃত্যু হল বারাসাত পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রমোদ নগরের বছর ১৩ বাসিন্দা সায়ণিকা হালদার। প্রথমে তাকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি হলে আরজি কর হাসপাতালে হস্তান্তর করা হয়। গত বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালেই মৃত্যু হয় বছর ১৩র সায়নিকা হালদারের।
রাজ্যে বৃষ্টি শুরু হতে না হতেই ডেঙ্গুতে মৃত্যু হল বারাসাত পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রমোদ নগরের বছর ১৩ বাসিন্দা সায়ণিকা হালদার । গত ৩-৪ দিন ধরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সায়নিকা। প্রথমে তাকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি হলে আরজি কর হাসপাতালে হস্তান্তর করা হয়। গত বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালেই মৃত্যু হয় বছর ১৩র সায়নিকা হালদারের । অপর দিকে এই ২২নম্বর ওয়ার্ড এর এক যুবক ডেঙ্গু আক্রান্ত হযে বারাসতের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে বারাসাত পুরসভার২২ ওয়ার্ড এর বাসিন্দাদের একাধিক অভিযোগ পুর পরিষেবা নিয়ে । যদিও পৌরমাতা পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন। পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান। যদিও ঘটনায় শাসক শিবির কে আক্রমন শানিয়েছে বিরোধীরা।
Latest Videos