মুখে না বললেও আপনার মন পড়ে ফেলবে এই হেলমেট, ধরে ফেলবে অজানা রোগও
Mind-Reading Helmet: এই হেলমেটই মানুষের মনে চলতে থাকা চিন্তাগুলি পড়তে এবং লিখতে পারে। এটিই বিশ্বের প্রথম হেলমেট, যা মন ও মস্তিষ্ক উভয়ই পড়তে পারে। এই আবিষ্কারের অনেক উপকার হয়েছে বলে জানা গিয়েছে। সিডনি ইউনিভার্সিটি অফ টেকনোলজির গ্রাফেনেক্স ইউটিএস হিউম্যান সেন্ট্রিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টারের গবেষকরা একটি পোর্টেবল হেলমেট ডিজাইন করেছেন।
Most Read Stories