Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian AI Mission: চিনা AI এখন অতীত! কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ভারতীয় ছোঁয়া’ দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের

Indian AI Mission: বলে রাখা ভাল, জিপিইউ প্রশিক্ষণ যত বেশি হবে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাপের পারদর্শীতাও তত বাড়বে।

Indian AI Mission: চিনা AI এখন অতীত! কৃত্রিম বুদ্ধিমত্তা 'ভারতীয় ছোঁয়া' দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের
Image Credit source: Andriy Onufriyenko | Getty Image | PTI
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 2:07 PM

নয়াদিল্লি: ভারত এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও হইচই ফেলেছে চিনা AI ডিপসিক। পিছনে ফেলে দিয়েছে চ্য়াট জিপিটি কিংবা জেমিনির মতো একাধিক AI চালিত অ্যাপকে। এবার সেই চিনা অ্যাপ থেকেই ভারতের ‘ডিজিটাল জনতার’ আগ্রহ সরাতে ময়দানে নামল কেন্দ্র।

বৃহস্পতিবার, কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, আগামী কয়েক মাসের মধ্য়েই নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্য়াপ আনতে চলেছে ভারত। তাঁর অনুমান, দশ মাসের মধ্যেই পূরণ হবে স্বপ্ন। এদিন ইন্ডিয়া AI মিশন নিয়ে করা একটি সাংবাদিক বৈঠক থেকে এমনটা জানান তিনি।

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির বিষয়টি মাথায় রেখেই ইতিমধ্যে সেই AI প্ল্য়াটফর্ম তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ভারত ও ভারতবাসীর কথা মাথায় রেখেই এই অ্যাপ তৈরি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ক্রমাগত বিনিয়োগ করছে ভারত। দেশের প্রয়োজনীয়তা বুঝেই তৈরি করা হচ্ছে AI মডেলগুলি। যেখানে ডিপসিক AI মাত্র ২ হাজার জিপিইউ-এর দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত, চ্যাট জিপিটির ২৫ হাজার জিপিইউ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। সেখানে ভারতে তৈরি নতুন AI মডেলটি ১৫ হাজার জিপিইউ দ্বারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

বলে রাখা ভাল, জিপিইউ প্রশিক্ষণ যত বেশি হবে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাপের পারদর্শীতাও তত বাড়বে।

উল্লেখ্য, গতকালই ছিল সর্বদলীয় সংসদীয় দলের বৈঠক। সেখানে দেশে চিনা কৃত্রিম বুদ্ধিমত্তা আচমকা আধিপত্য নিয়ে সুর চড়ান বিরোধীরা। চলতি অধিবেশনেই ডিপসিক আদৌ কতটা জাতীয় সুরক্ষার দিক থেকে নিরাপদ সেই বিষয়টিকে মাথায় রেখে বিতর্ক সভার দাবি করেন তারা।