Madhya Pradesh Election Result 2023 Updates: মধ্য প্রদেশে ব্যাপক ব্যবধানে জয় কার্যত নিশ্চিত করে ফেলল বিজেপি
Madhya Pradesh Assembly Election Result: সকালের দিকে একেবারে প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেস কিছুটা দাপট দেখালেও, বেলা বাড়তেই খেলা ঘুরতে শুরু করেছে মধ্য প্রদেশে। মধ্য প্রদেশে সরকার গঠনের জন্য দরকার ১১৬টি আসন। কংগ্রেসকে পর্যুদস্ত করে ফের কি একবার ভাজপা সরকার গঠন হবে মধ্য প্রদেশে?
মধ্য প্রদেশ: মধ্য প্রদেশে সকাল থেকে কাঁটায় কাঁটায় টক্কর চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। টান টান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। বুথ ফেরত সমীক্ষাগুলিতেও এমনই ইঙ্গিত ছিল। সকালের দিকে একেবারে প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেস কিছুটা দাপট দেখালেও, বেলা বাড়তেই খেলা ঘুরতে শুরু করেছে মধ্য প্রদেশে। মধ্য প্রদেশে সরকার গঠনের জন্য দরকার ১১৬টি আসন। কংগ্রেসকে পর্যুদস্ত করে ফের কি একবার ভাজপা সরকার গঠন হবে মধ্য প্রদেশে? শিবরাজ সিং চৌহান কি পারবেন সেই ম্যাজিক দেখাতে? শেষ পর্যন্ত হাসি চওড়া হচ্ছে কাদের মুখে? সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
সর্বশেষ আপডেট উপরে –
- মধ্য প্রদেশে জয় নিশ্চিত করার লক্ষ্যে ছুটছে বিজেপি। ম্যাজিক ফিগার ১১৬। ইতিমধ্যেই ৭১টি আসনে জয়ী পদ্ম প্রার্থীরা। এগিয়ে রয়েছে আরও ৯৪টি আসনে। কংগ্রেসের ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব। বড় মার্জিনে বিজেপির জয় এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
- মধ্য প্রদেশে ফের বিজেপি সরকার আসতে চলেছে, তা কার্যত নিশ্চিত ধরে নিয়েছে পদ্ম শিবির। বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই সাফল্যের জন্য পুরো কৃতিত্বই দিচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ‘লাডলি বহেনাদের’। বিদায়ী মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল, ‘লাডলি বহেনাও কি জয়।’
#WATCH | Bhopal: “I dedicate this win to our Ladli Behnas and PM Modi. We will take Madhya Pradesh forward…,” says Madhya Pradesh CM Shivraj Singh Chouhan to party workers as the party leads towards a landslide victory in the state pic.twitter.com/8fs1ujFO6X
— ANI (@ANI) December 3, 2023
- একতরফা জয় কার্যত নিশ্চিত করে ফেলেছে বিজেপি। লেটেস্ট ট্রেন্ড বলছে, ১৬৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তার মধ্যে একটিতে ইতিমধ্যেই জয়ী ঘোষণা হয়ে গিয়েছে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে মাত্র ৬৩টি আসনে। কামব্যাক করার লড়াই ক্রমেই কঠিন হয়ে উঠছে কংগ্রেসের জন্য।
- ব্যবধান ক্রমেই বাড়াচ্ছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতার টার্গেট ছাপিয়ে অনেক বড় ব্যবধানে জয়ের আশা দেখছেন শিবরাজ সিং চৌহানরা। জয় কার্যত নিশ্চিত ধরে নিয়ে ইতিমধ্যেই আনন্দ-উচ্ছ্বাসে সামিল হয়েছেন তিনি। মধ্য প্রদেশের ভোটে শিবরাজের বড় হাতিয়ার ছিল ‘লাডলি বহেনা’। জয় কার্যত নিশ্চিত করে এবার দলের মহিলা কর্মী-সমর্থকদের থেকে আশীর্বাদ গ্রহণ করছেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
#WATCH | | Bhopal: Madhya Pradesh CM Shivraj Singh Chouhan seeks blessings of party’s women workers as the party heads towards a massive victory in the state. pic.twitter.com/Qhv1a4Bm9T
— ANI (@ANI) December 3, 2023
- মধ্য প্রদেশের মোরেনা থেকে পিছিয়ে পড়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। সকাল থেকেই মধ্য প্রদেশে খেলা দেখাচ্ছে বিজেপি। বড় জয় নিয়ে ফের একবার সরকার গঠনের আশায় বিজেপি। তবে দুপুর ১২টা ২২মিনিটের সর্বশেষ আপডেট অনুযায়ী অষ্টম রাউন্ডের গণনা শেষে ১৬৬৯ ভোটে পিছিয়ে পড়েছেন নরেন্দ্র সিং তোমার।
- জনমতের লেটেস্ট ট্রেন্ড এখনও পর্যন্ত বিজেপির পক্ষে। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১১৬ আসন। সেই টার্গেট ছাপিয়ে সর্বশেষ আপডেট অনুযায়ী ১৪৪ আসনে এগিয়ে বিজেপি। জনমতের ট্রেন্ড দেখে আপ্লুত কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বললেন, “বিজেপি বড় জয় পাচ্ছে। এই জয়ের বিষয়ে আমরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। প্রধানমন্ত্রী মোদীর মনের মধ্যে রয়েছে মধ্য প্রদেশ আর মধ্য প্রদেশের মনের মধ্যে রয়েছেন মোদী। শিবরাজ সিং চৌহানও খুব ভাল কাজ করেছেন। এটা ডবল ইঞ্জিন সরকারের সাফল্য।”
#WATCH | Madhya Pradesh: Union Minister and BJP leader Ashwini Vaishnaw says, “BJP has got a big victory and we were confident about it…Modi ji MP ke mann mein hain aur Modi ji ke mann mein MP hai…” pic.twitter.com/uR44egMD7V
— ANI (@ANI) December 3, 2023
- ভোপালে একসঙ্গে বসে ভোটগণনা প্রক্রিয়ার উপর নজর রাখছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সঙ্গে রয়েছেন নরেন্দ্র সিং তোমারও। সর্বশেষ আপডেট অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৪৪ আসনে। কংগ্রেস এগিয়ে ৮৩ আসনে।
#WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan along with party leaders Narendra Singh Tomar and Jyotiraditya Scindia observes election results as the counting of votes continues, in Bhopal
As per ECI, the BJP is leading on 153 seats in MP. pic.twitter.com/frlpg9rpdv
— ANI (@ANI) December 3, 2023
- নিজের বিধানসভা কেন্দ্র রাঘোগঢ় থেকে পিছিয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-পুত্র জয়বর্ধন সিং।
- মধ্য প্রদেশে বিজেপির হাসি ক্রমেই চওড়া হচ্ছে। বুধনি বিধানসভা কেন্দ্র থেকে ৩২ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
- টানা লিড ধরে রেখেছে বিজেপি। এখনও পর্যন্ত সর্বশেষ আপডেট বলছে, ১৪৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস আবার একটু পিছিয়ে পড়েছে। আপাতত ৮৩টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। বেলা বাড়তেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে বিজেপির অন্দরে।
- ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড প্রকাশ্যে আসতেই হাসি চওড়া হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের গলায়। মোদী ম্যাজিকেই ভরসা রাখছেন তিনি। বলছেন, “মধ্য প্রদেশবাসীর মনের মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীর মনে রয়েছেন মধ্য প্রদেশের আমজনতা।”
#WATCH | #MadhyaPradeshElections2023 | Incumbent CM Shivraj Singh Chouhan says, “Modi ji MP ke mann mein hain aur Modi ji ke mann mein MP hai. He held public rallies here and appealed to the people and that touched people’s hearts. These trends are a result of that. Double-engine… pic.twitter.com/MHOUthgsRr
— ANI (@ANI) December 3, 2023
- সকালের দিকে কংগ্রেস কিছুটা এগিয়ে থাকলেও খেলা ঘুরছে মধ্য প্রদেশে। আপাতত কংগ্রেসকে পিছনে ফেলে কিছুটা অ্যাডভান্টেজে রয়েছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১১৬ আসন। লেটেস্ট ট্রেন্ড বলছে বিজেপি এগিয়ে ১৪৩টি আসনে। কংগ্রেস এগিয়ে আছে ৮৬টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে একটি আসনে।