তিন-তিনটে ক্যামেরার Moto G42 লঞ্চ হল ভারতে, মাত্র 13,999 টাকায় AMOLED ডিসপ্লে, আর কী?

Moto G42 Price And Specifications: এই ফোনে রয়েছে একটি 20:9 AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছে।

তিন-তিনটে ক্যামেরার Moto G42 লঞ্চ হল ভারতে, মাত্র 13,999 টাকায় AMOLED ডিসপ্লে, আর কী?
এই লেটেস্ট মোটোরোলা হ্যান্ডসেটের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার 20W ফাস্ট চার্জিং।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2022 | 12:46 PM

ভারতে সস্তার একটি চমৎকার স্মার্টফোন নিয়ে হাজির হল Motorola। সংস্থার সেই লেটেস্ট হ্যান্ডসেটের নাম Moto G42। এই ফোনে রয়েছে একটি 20:9 AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছে। এই লেটেস্ট মোটোরোলা হ্যান্ডসেটের আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার 20W ফাস্ট চার্জিং। আর কী-কী বৈশিষ্ট্য রয়েছে, ফোনটির দাম কত, এমনই সব খুটিনাটি তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

Moto G42 দাম ও অফার

Moto G42 ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে 13,999 টাকা দামে। আর এই দাম ফোনের একমাত্র 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। আতলান্তিক গ্রিন এবং মেটালিক রোজ় এই দুই কালার মডেল রয়েছে ফোনটির। 11 জুলাই থেকে ফ্লিপকার্টে এই ফোটি ক্রয় করতে পারবেন আগ্রহী ক্রেতারা।

লঞ্চ অফারে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে এই ফোনের সঙ্গে। যে সব গ্রাহকদের কাছে SBI ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড রয়েছে, তাঁরা এই Moto G42 ফোনটি ক্রয় করলে পেয়ে যাবেন 1,000 টাকা ছাড়। অন্য দিকে যে সব গ্রাহক Reliance Jio-র 419 টাকা রিচার্জ করেন, তাঁরা পেয়ে যাবেন 2,549 টাকার সুবিধা।

Moto G42 স্পেসিফিকেশনস, ফিচার্স

ডিসপ্লে – এই Moto G42 ফোনে একটি 6.4 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট 60Hz।

প্রসেসর ও সফটওয়্যার – ফোনটি যাতে কখনও হ্যাং না করে, সেই পারফরম্যান্স মজবুত করতে রয়েছে একটি Snapdragon 680 প্রসেসর। ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটি Android 12 ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

ক্যামেরা – সস্তার এই ফোনে বেশ ভাল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 50MP সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেকেন্ডারি ক্যামেরায় থাকছে একটি 8MP আলট্রা ওয়াইড ও ডেপথ শুটার এবং একটি 2MP ম্যাক্রো শুটার। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি – Moto G42 ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 20W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সংস্থাটি দাবি করছে, একবার চার্জ দিলে 30 ঘণ্টার ব্যাকআপ দিতে পারবে এই হ্যান্ডসেট।