কাঁথি: কাঁথি সমবায় ব্যাঙ্ক নিয়ে বৈঠক হতে চলেছে কলকাতায়। আগামী বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন সুব্রত বক্সী। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের তৃণমূল বিধায়ক এবং জেলা সভাপতিদের নিয়ে হবে বৈঠক। ১০১ টি আসনে কো অপারেটিভ নির্বাচনে জয়ী হয় তৃণমূল। এরপর বোর্ড গঠন নিয়েই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বৈঠকের নির্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে জানানো হবে। এরপর শীর্ষ নেতৃত্বই স্থির করবেন কে হবেন চেয়ারম্যান। গত মাসে এই বৈঠক ডাকা হয়েছিল । পরে তা বাতিল হয় ।
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ১০৮ টি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ১০১টি আসনে জিতেছিলেন। বিজেপি সমর্থিত প্রার্থীরা জিতেছিলেন ছ’টিতে। আর একটি আসনে জয় পান নির্দল প্রার্থী। কিন্তু এই ফলাফল নিয়ে জল গড়ায় আদালতে।
শঙ্কর বেরা-সহ ৫১ জন মামলা দায়ের করেন। তাঁরা প্রত্যেকেই ওই ব্যাঙ্কের নির্বাচনে লড়াই করেন। মামলাকারীদের বক্তব্য, ভোটে অনিয়ম, কারচুপি এবং বুথদখল করা হয়। তাঁরা হাইকোর্টে ওই নির্বাচন বাতিলের আবেদন জানান। কিন্তু হাইকোর্ট তা খারিজ করে দেয়। হাইকোর্ট স্পষ্ট করে দেয়, এই অভিযোগ ভিত্তিহীন।