Corona Cases in India: এক ধাক্কায় ১৮ শতাংশ বাড়ল সংক্রমণ, মৃত্যুও বেড়ে ৩১৮!

Corona cases : গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩৮২ জন।

Corona Cases in India: এক ধাক্কায় ১৮ শতাংশ বাড়ল সংক্রমণ, মৃত্যুও বেড়ে ৩১৮!
ছবি- টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2021 | 11:55 AM

নিউ দিল্লি: ক্রমবর্ধমান করোনা (Corona) গ্রাফ। কখনও বেশি কখনও বা কম হয়েছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। ওঠা নামা করছে করোনা সংক্রমণের গ্রাফ। একটানা তিনদিন আক্রান্তের সংখ্যা তিরিশ হাজারের নীচে থাকার পরে দৈনিক সংক্রমণ ফের তিরিশ হাজারের গণ্ডি ছাড়াল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩৮২ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৩১ হাজার ৯৯৩ জন। কয়েকদিন আগেও হু-হু কে বেড়ে গিয়েছিল সংক্রমণের গ্রাফ। এরপর কয়েকদিন সংখ্যাটা ৩০ হাজারের নীচে ছিল। পরে সংখ্যাটা আবার ৩০ হাজার ছাড়ায়। দেশের মোট আক্রান্তের সংখ্যা।

করোনাকে হারিয়েকে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেশি। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩২ হাজার ৫৪২ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৩১ হাজার ৯৯০ জন। তবে ওঠা-নামা করছে মৃত্যুর গ্রাফ। আজ এক ধাক্কায় মৃত্যু বেড়ে ৩১৮। গতকাল ছিল ২৮২।

তবে কেরলে হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর পরিসংখ্যানও। এই করণেই চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। এখনও আক্রান্তের নিরিখে দেশে প্রথম স্থানে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। নতুন করে সেখানে ১৯ হাজার ৬৭৫ জনের শরীরে সংক্রমণ মিলেছে। বিগত কয়েক দিনে আক্রান্তের নিরিখে তামিলনাড়ু দ্বিতীয় স্থানে থাকলেও তাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল এবার মহারাষ্ট্র। বাণিজ্য নগরীর রাজ্যে ক্রমশ বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২০ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানেও কিছুটা বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৫ জনের শরীরে সংক্রমণের হদিশ মিলেছে। এখনও অবধি এই দুই রাজ্যে মৃত্যুর মোট সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৭২৫ ও ৩৫ হাজার ৪২৭ দাঁড়িয়েছে।

আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বিগত কয়েকদিন ধরে সাতশোর আশেপাশে ঘোরাঘুরি করছিল সংক্রমণের গ্রাফ। এরপর কয়েকদিন দিয়ে তা কমে ৬০০-র আশেপাশে দাঁড়ায়। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন। সরকারি তথ্য বলছে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭০৩ জনের।

এদিকে, উত্তর প্রদেশের মতো বড় রাজ্যে কিন্তু সংক্রমণের রিপোর্ট অনেকটাই কম। গোটা রাজ্যে দৈনিক মোট আক্রান্ত হয়েছেন মাত্র ১১ জন। বিগত এক সপ্তাহ ধরে এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০ এর নীচেই রয়েছে। তবে মোট মৃতের সংখ্য়া ২২ হাজারের আশে পাশেই ঘোরাঘুরি করছে। অন্যদিকে, রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৪৮ জন।

গত কয়েকদিন ধরে ভাবাচ্ছিল মিজ়োরামের সংক্রমণের গ্রাফ। তবে বিগত কয়েকদিন স্বস্তির খবর এখানে থাকলেও ফের বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১হাজার ২৫৭ জন।

এদিকে টিকাকরণের হার বাড়িয়ে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রেণে রাখার জারি চলছে দেশজুড়ে। গতকাল ৭২ লাখ ২০ হাজার ৬৪২ জনকে টীকা দেওয়া হয়েছে। মোট ৮৪ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ জনকে টিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Infiltration: দিনের আলোতেই বিপুল অস্ত্র নিয়ে ভারতে ঢুকছিল জঙ্গিরা! সেনাবাহিনীর গুলিতে নিকেশ ৩ জঙ্গি