Mamata Banerjee: ‘ঈশ্বর যেন সকলকে সততা ও জ্ঞানের পথে চালিত করেন’, ভবানীপুরে শীতলা মন্দিরে পুজো মমতার

Mamata Banerjee: বিগত বাংলা বছরের শেষ দিনে কালীঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। ওই দিন নকুলেশ্বর ভৈরব মন্দিরও দর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: 'ঈশ্বর যেন সকলকে সততা ও জ্ঞানের পথে চালিত করেন', ভবানীপুরে শীতলা মন্দিরে পুজো মমতার
শীতলা মন্দিরে মমতা
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 11:12 PM

কলকাতা : প্রতি বছরের মতো এবারও ভবানীপুরের শীতলা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার বিকেলে মন্দিরে যান তিনি। সার্বিক উন্নতির স্বার্থে প্রার্থনা করেন তিনি। নিজেই বাজান শঙ্খ, ধূপ দেখিয়ে আরতিও করেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সে সব ছবি।

সোশ্যাল মিডিয়ায় পোস্টে মমতা লিখেছেন, ভবিষ্যতের জন্য আশীর্বাদ ও এগিয়ে চলার শক্তি প্রার্থনা করেছি। ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে সততা ও জ্ঞানের পথে চালিত করেন। সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন তিনি। একতা ও সৌভ্রাতৃত্বের মূল্যকে তুলে ধরার কথাও বলেন তিনি।

গত বছরও ভবানীপুরে কাঁসারি পাড়ার ওই শীতলা মন্দিরে পুজো উপলক্ষে গিয়েছিলেন মমতা। সে বার তিনি বেনারসী শাড়ি, সোনার ঝাঁটা দিয়ে পুজোও দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই শীতলা মন্দিরে তিনি প্রায়ই যান। নিজের বাড়িতে প্রতি বছর কালীপুজো করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময় কালীঘাট মন্দিরেও যান পুজো দিতে।

বিগত বাংলা বছরের শেষ দিনে কালীঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। ওই দিন নকুলেশ্বর ভৈরব মন্দিরও দর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন দেশের সব মানুষের জন্য, বিশ্বের সব মানুষের জন্য প্রার্থনা করেছেন তিনি।