Modi Government: মোদী সরকার প্রায় ১ লক্ষ ২৫ হাজার কোটি কালো টাকা উদ্ধার করেছে, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 13, 2022 | 11:25 AM

২০১৪ এবং ২০১৯- এর লোকসভা ভোটে এনডিএ-র জয় এবং গুজরাট বিধানসভার সাম্প্রতিক ফলাফল নরেন্দ্র মোদীর গুড গভর্নেন্সের ফল বলে লোকসভায় দাবি জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।

Modi Government: মোদী সরকার প্রায় ১ লক্ষ ২৫ হাজার কোটি কালো টাকা উদ্ধার করেছে, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ছবি সৌজন্য: টুইটার।

Follow Us

নয়া দিল্লি: কালো টাকা উদ্ধার করতে নোট বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই পদক্ষেপের সুফল মিলেছে। সোমবার এমনই দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ২৫ হাজার কোটি কালো টাকা উদ্ধার করেছে সরকার এবং ৪ হাজার ৬০০ কোটি টাকার বেআইনি সম্পত্তির হদিস মিলেছে। নরেন্দ্র মোদীর সরকার প্রতিটি দরিদ্র মানুষের কাছে সমস্ত রকম পরিষেবা পৌঁছে দিতে প্রস্তুত দাবি জানিয়ে মোদী সরকারকে গুড গর্ভনেন্স আখ্যাও দেন অশ্বিনী বৈষ্ণব।

বর্তমান সরকার দরিদ্রদের সমস্ত রকম পরিষেবা পৌঁছে দিতে প্রস্তুত দাবি জানিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রসঙ্গ তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “রাজীব গান্ধী তখন কেবল ১৫ শতাংশ গরীব কল্যাণ প্রকল্পের জন্য রেখেছিলেন, যা সকল মানুষের কাছে পৌঁছত না। কিন্তু আজ ২৬ লক্ষ কোটি টাকা সরাসরি গরীব মানুষের অ্যাকাউন্টে ট্রান্সফার হয় এবং প্রায় ২ লক্ষ ২৫ হাজার কোটি টাকা সঞ্চিত হয়।” অর্থাৎ সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সাধারণ মানুষ ১০০ শতাংশ পরিষেবা পাচ্ছে বলে জানান তিনি।

এদিন নরেন্দ্র মোদি সরকারের ‘গুড গভর্নেন্স’ পলিসিরও ভূয়সী প্রশংসা করেন অশ্বিনী বৈষ্ণব। ‘গুড গভর্নেন্স’-এর বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, “গুড গভর্নেন্সের অনেকগুলি পরিধি আছে। তার মধ্যে প্রথম হল, ডিজিটাল বিস্তৃতি। ডিজিটাল টেকনোলজি প্রথম শুরু হয়েছিল ৪৫ কোটি জন ধন অ্যাকাউন্টের মধ্য দিয়ে।” গুড গভর্নেন্সের দ্বিতীয় পরিধি হিসেবে তিনি কোভিড মহামারীর সময় ভ্যাকসিন দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বহু দেশ যখন ভ্যাকসিনেশনের জন্য লড়াই করছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত ডিজিটাল প্ল্যাটফ্রম ‘CoWin’ ব্যবহারের মাধ্যমে ২১৬ কোটি মানুষের মধ্যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে। এছাড়া ১২৫ কোটি কৃষককে সরাসরি ডিজিটাল প্লাটফর্মের আওতায় নিয়ে এসে তাদের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধি-র টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।

এদিন নাম না করে পূর্বেতন সরকারকে কটাক্ষ করে অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, কর, কয়লা ক্ষেত্র, স্পেকট্রাম নিলাম সহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা জারি রয়েছে। ২০১৪ এবং ২০১৯- এর লোকসভা ভোটে এনডিএ-র জয় এবং গুজরাট বিধানসভার সাম্প্রতিক ফলাফল নরেন্দ্র মোদীর গুড গভর্নেন্সের ফল বলে লোকসভায় দাবি জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় বিশ্বাস করেন যে, দেশের উন্নয়নের জন্য গুড গভর্নেন্স খুব জরুরি।”

Next Article