By-Elections 2024: ‘আধ ঘণ্টা টাইম দিলাম, না বেরলে মেরে ফেলে দেব’, পুলিশের সামনেই হুমকি দিলেন এই TMC নেতা

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 13, 2024 | 2:05 PM

By-Elections 2024: বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "গণতন্ত্রের লজ্জা বললে গণতন্ত্র আর লজ্জাকেও ছোট করা হবে। এ রাজ্যে যেভাবে ভোট হয়, সেটা অন্য কোথাও হয় না। নির্বাচন কমিশন সবটাই জানে। তবে কমিশনের কী ভূমিকা এখানে গণতন্ত্র ফেরাতে?"

By-Elections 2024: আধ ঘণ্টা টাইম দিলাম, না বেরলে মেরে ফেলে দেব, পুলিশের সামনেই হুমকি দিলেন এই TMC নেতা
মতিউর রহমান, তৃণমূল নেতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কোচবিহার: পাশে দাঁড়িয়ে উর্দিধারী পুলিশ। আর এক পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী। তার সামনে দাঁড়িয়েই হুমকি দিতে দেখা গেল তৃণমূল নেতাকে। কী বলছেন? “আধ ঘণ্টা সময় দিলাম। যদি না বেরোস তাহলে মেরে ফেলে দেব।” এখানেই শেষ নয়, পাশাপাশি ওই তৃণমূল নেতা যে সকল দলবলকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন,তাঁদের মধ্যে আবার একজন পথচলতি এক ব্যক্তিকে বলছেন, “তুই কি দেখছিস? মার খাবি?”

কোচবিহারের সিতাইয়ের ঘটনা। বুধবার দেখা গেল, ভোটের দিন বসের টারি জুনিয়র হাইস্কুলের বুথে আচমকাই তৃণমূল নেতা মতিউর রহমান বুথে প্রবেশ করেন। সেই সময় বুথের ভিতরে বসেছিলেন বিজেপির এজেন্ট। পুলিশের সামনে মতিউর বললেন, “আধ ঘণ্টা সময় দিলাম। না বেরলেই মারি ফেলামু। আধ ঘণ্টার মধ্যে বেরতে হবে।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “গণতন্ত্রের লজ্জা বললে গণতন্ত্র আর লজ্জাকেও ছোট করা হবে। এ রাজ্যে যেভাবে ভোট হয়, সেটা অন্য কোথাও হয় না। নির্বাচন কমিশন সবটাই জানে। তবে কমিশনের কী ভূমিকা এখানে গণতন্ত্র ফেরাতে?”

Next Article
Bypolls: মাদারিহাটে গড় ধরে রাখতে পারবে বিজেপি? কী হবে সিতাইয়ে?
TMC-BJP: ঘুমানোর সময় TMC নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা হল প্রাণ