Cooch Behar: লাঠি দিয়ে বেধড়ক মার, প্রাণ গেল শ্বশুরের, কাঠগড়ায় বউমা

Cooch Behar: বউমার লাঠির ঘায়ে প্রাণ গেল শ্বশুরের। উঠছে এমনটাই অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Cooch Behar: লাঠি দিয়ে বেধড়ক মার, প্রাণ গেল শ্বশুরের, কাঠগড়ায় বউমা
ঘটনায় চাপা উত্তেজনায় এলাকায়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 11:46 PM

কোচবিহার: সকাল থেকেই উত্তপ্ত কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙা ১ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধানধুনিয়া এলাকা। শ্বশুরকে খুনের অভিযোগ উঠল বউমার বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ। মাথাভাঙা থানার পুলিশ অভিযুক্ত বৌমা ও তার মাকে আটক করে। 

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কেশব অধিকারী বয়স ৫২। এদিন সকালে শাশুড়ি ও বৌমার মধ্যে তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, কেশববাবু তাঁদের থামাতে গেলে বৌমা মমতা অধিকারী তাঁকে উদ্দেশ্য করে এলোপাথাড়িভাবে লাঠি চালাতে শুরু করেন। তাঁর লাঠির আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এদিকে তাঁদের চিৎকার ততক্ষণে গোটা এলাকাতেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে। ভিড় জমতে শুরু করেছে বাড়ির আশেপাশে।

গুরুতর জখম অবস্থায় কেশব অধিকারীকে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত গ্রেফতারির কোনও খবর পাওয়া যায়নি।