CPM: পঞ্চায়েত ভোটের আগে সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 05, 2022 | 5:11 PM

Nadia: ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুইচা ঘোষপাড়া পুজো মণ্ডপের সামনে।

CPM: পঞ্চায়েত ভোটের আগে সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
(নিজস্ব চিত্র)

Follow Us

নদিয়া: প্রাক্তন সিপিএমের শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণাল ঘোষ উপর আক্রমণ ও সিপিএম কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুইচা ঘোষপাড়া পুজো মণ্ডপের সামনে।

মৃণালবাবুর অভিযোগ, গতকাল বুইচা ঘোষপাড়া জগদ্ধাত্রী পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে ছিলেন ছেলের অপেক্ষায়, তাঁর ছেলে পেশায় আইনজীবী। এরপর ছেলেরা বাইক নিয়ে এসে দাঁড়াতেই আচমকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।

পরবর্তীতেই দুষ্কৃতীরা তাঁদের মারধর করে সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এরপর ওই এলাকায় আরও এক সিপিএম কর্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ।

পুলিশ এসে উদ্ধার করে মৃণালবাবুকে। তারপর তাঁকে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। মৃণালবাবুর শরীরে পাঁচটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।

অপরদিকে ওই সিপিএম কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ, ‘সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচনে যেন আমরা ভোটে দাঁড়াতে না পারি সেই কারণেই ভয় দেখানোর জন্যই আমাদের বাড়িতে ভাঙচুর চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।’ যদিও নদিয়া জেলার সাধারণ সম্পাদক তপন সরকার বলেন, ‘আইন আইনের পথে চলবে। এই রকম ঘটনা নিন্দনীয়। যেহেতু পুজো মণ্ডপের সামনে হয়েছে , পুজো কমিটি রয়েছে এবং প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের যথাযুক্ত শাস্তি হোক। পাশাপাশি তিনি বলেন, ‘যদি এই ঘটনায় যদি তৃণমূলের কেউ জড়িত থাকে তাকেও ছাড়া হবে না।’

Next Article