Tollywood Exclusive: ‘৩ মাসের অন্তঃসত্ত্বা শুভ’, TV9 বাংলাকে EXCLUSIVELY জানালেন রাজ চক্রবর্তী

Raj-Subhashree: মঙ্গলবার বিকেলে আচমকাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট। পোস্টদাত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লেখা, 'ইউভান দাদা হচ্ছে'। এর খানিক পরেই স্বামী রাজ চক্রবর্তীও একটি পোস্ট করেন ওই একই কথা লিখে। তারপর থেকেই জোর আলোচনা। ফের অন্তঃসত্ত্বা শুভশ্রী?

Tollywood Exclusive: '৩ মাসের অন্তঃসত্ত্বা শুভ', TV9 বাংলাকে EXCLUSIVELY জানালেন রাজ চক্রবর্তী
TV9 বাংলাকে EXCLUSIVELY জানালেন রাজ চক্রবর্তী
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 9:58 PM

বিহঙ্গী বিশ্বাস

মঙ্গলবার বিকেলে আচমকাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট। পোস্টদাত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লেখা, ‘ইউভান দাদা হচ্ছে’। এর খানিক পরেই স্বামী রাজ চক্রবর্তীও একটি পোস্ট করেন ওই একই কথা লিখে। তারপর থেকেই জোর আলোচনা। ফের অন্তঃসত্ত্বা শুভশ্রী? চক্রবর্তী পরিবারে আবারও কি তবে নতুন সদস্যের আগমন হল? মঙ্গলবার রাত গড়াতেই নেটিজেনদের যাবতীয় প্রশ্নের অবসান হল। স্ত্রীয়ের প্রেগন্যান্সি জার্নি নিয়ে TV9 Bangla-কে এক্সক্লুসিভ্লি সবটা জানালেন রাজ। একই সঙ্গে উত্তর দিলেন অনেক প্রশ্নের । রাজ জানান, এই মুহূর্তে তিন মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী। আগামী ডিসেম্বরেই আসবে ইউভানের ‘বন্ধু’।

রাজের কথায়, “আসলে তিন মাস না হলে তো জানাতে নেই, তাই আমরাও ব্যাপারটা বলিনি, আজ তিন মাস পার হতেই সবার সঙ্গে খবরটা শেয়ার করে নিলাম। ভীষণ খুশি প্রত্যেকেই।” ইউভানের জন্মের তিন বছর পরেই ফের সন্তানের পরিকল্পনা। পরিকল্পিত নাকি হঠাৎই জীবনে সদস্য সংখ্যা বাড়ছে?  রাজের সরাসরি উত্তর, “একেবারেই পরিকল্পিত। আমি-শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে আনপ্ল্যান্ড তা কিন্তু একেবারেই নয়।” আর ইউভান, নতুন অতিথির কথা সে কি বুঝতে পারছে? হাসতে হাসতে রাজ বললেন, “আসলে ও তো খুব ছোট, এখনও এত কিছু বুঝতে পারে না। ওই বেলিতে হাত দিয়ে বোঝানো হচ্ছে।”  অন্যদিকে শুভশ্রীও টিভিনাইন বাংলার শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন ধন্যবাদ। আপাতত ডিসেম্বরের দিন গুনছেন চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবার। তিন থেকে চার হতে আর যে মাত্র কিছু মাসের অপেক্ষা।

প্রসঙ্গত, করোনাকালেই প্রথম বার মা হয়েছিলেন শুভশ্রী। ২০২০ সালের সেপ্টেম্বরে আসে ইউভান। এর পর থেকে ইউভানকে ঘিরেই রাজ-শুভশ্রীর সংসার। কেরিয়ারের পিক পয়েন্টে এসে শুভশ্রীর এই সিদ্ধান্তকে কুর্নিশ নেটিজেনদের একটা বড় অংশের। সঙ্গে একরাশ শুভেচ্ছা।