Liverpool: চেলসিকে হারিয়ে দশম বার লিগ কাপ চ্যাম্পিয়ন ক্লপের লিভারপুল
League Cup: ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে (Chelsea) হারিয়ে বাজিমাত লিভারপুলের (Liverpool)। এই নিয়ে দশম বার লিগ কাপ চ্যাম্পিয়ন হল রেডসরা। রুদ্ধশ্বাস ম্যাচের ৯০ মিনিট অবধি দুই দল কোনও গোল করতে পারেনি। শেষ অবধি লিভারপুলের ত্রাতা হয়ে ওঠেন অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। তাঁর একমাত্র গোলে রেকর্ড দশ বার লিগ কাপ খেতাব জিতল লিভারপুল।
Most Read Stories