কোচবিহার: পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হল অনন্ত মহারাজকে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন-এর প্রধান দীর্ঘদিন ধরেই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব। কোচবিহারকে পৃথক রাজ্য হিসাবে মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তিনি। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অনন্ত মহারাজের বাড়িতে যান। অনন্তের চকচকার বাড়িতে যাওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা নিশীথের কথা হয়েছে বলে জানা গিয়েছে। শাহের সঙ্গে আলোচনার পরই অনন্তের সঙ্গে আলোচনায় বসেন নিশীথ। এই সাক্ষাতের পর নিশীথ জানিয়েছেন, অনন্তকে রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানালেন অনন্ত মহারাজ।
আগামী ২৪ জুলাই বাংলার সাত রাজ্যসভা আসনে হবে নির্বাচন। এর জন্য ইতিমধ্যেই ৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। এই ৬ জনের মধ্যে ডেকের ওব্রায়েন, সুখেন্দুশেখর রায় এবং দোলা সেনকে ফের রাজ্যসভার সাংসদ করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তবে বাকি তিন জন একেবারে নতুন মুখ। এরা হলেন সাকেত গোখলে, সামিরুল ইসলাম ও প্রকাশ চিক বরাইক।