মুর্শিদাবাদ: বধূ নির্যাতন থেকে ব্যাঙ্কের ‘লোন ডিফল্টার’ হাইস্কুলের শিক্ষক! অভিযোগ ভয়ঙ্কর। মুর্শিদাবাদের বহরমপুরে গোয়ালজান রিফিউজি হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক আমজাদ হোসেন। তাঁর বাড়ি ইসলাম এলাকায়। তাঁর বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী।
২০১০সালে বহরমপুরের বদরপুর এলাকায় মাসুমা সরকারের সঙ্গে বিয়ে হয়।
তাঁর স্ত্রীর অভিযোগ, ২০১০ সালে মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করেন। স্ত্রীর দাবি, তাঁর স্বামী বলেছিলেন, তাঁর নাকি বাবা নেই। কিন্তু সেটা মিথ্যা কথা। এরপর বিভিন্নভাবে পণের দাবি করেন ও মারধর শুরু হয়। এরপর বহরমপুরে পঞ্চাননতলা এলাকায় একটি জায়গা যৌতুক দেন মহিলার পরিবার। সেখানে বাড়ি করে বসবাস শুরু করেন। স্ত্রীর অভিযোগ, ২০১৭সালের পর থেকেই তাঁর স্বামী অন্য এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপর থেকেই মারধর শুরু করেন বলে অভিযোগ।
প্রতিবাদ করায় শিক্ষক স্ত্রীর ওপর অত্যাচার করা শুরু করেন বলে অভিযোগ। এরপর বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষকের স্ত্রী। তাঁর দাবি, স্বামী তাঁকে নানাভাবে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চক্রান্ত করছেন। গোটা বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের নির্দেশে বাড়িতেই থাকেন ওই শিক্ষকের স্ত্রী।
স্ত্রীর অভিযোগ, এরপরই বাড়ির ব্যাঙ্ক লোন পরিশোধ করছেন না শিক্ষক। স্ত্রীকে বাড়িছাড়া করতেই এই চক্রান্ত বলে অভিযোগ। দিন কয়েক পরেই ওই বাড়ির নিলাম হওয়ার কথা। এমতাবস্থায় দিশেহারা মাসুমা। যদিও অভিযুক্ত শিক্ষকের বক্তব্য, “এটা আদালতের বিচার্য বিষয়। আমার কিছু বলার থাকলে আদালতেই বলব। আমার এখন ঋণ মেটানোর মতো পরিস্থিতি নেই।”