Sreejita De: ‘স্বপ্নের মতো সুন্দর’, জার্মানি গিয়ে বিদেশীকে বিয়ে আসানসোলের সৃজিতার
Sreejita De: অবশেষে অপেক্ষার অবসান। চার বছর ধরে যে পরিকল্পনা করছিলেন সৃজিতা দে, অবশেষে সেই পরিকল্পনারই বাস্তবায়ন হল। বিয়ে করলেন তিনি।
অবশেষে অপেক্ষার অবসান। চার বছর ধরে যে পরিকল্পনা করছিলেন সৃজিতা দে, অবশেষে সেই পরিকল্পনারই বাস্তবায়ন হল। বিয়ে করলেন তিনি। পাত্র কিন্তু দেশী নন, তিনি জার্মান, নাম মাইকেল পেপ। গত ১ জুলাই বিয়ে করেছেন তাঁরা। বিয়ে হয়েছে খ্রিস্ট ধর্ম নেমে। তবে সৃজিতা জানিয়েছেন, এই বছরের শেষেই বাঙালি মতে বিয়ে করবেন তাঁরা। সৃজিতা মূলত আসানসোলের মেয়ে। নিজের স্বপ্নপূরণের টানে বাংলা থেকে চলে যান মায়ানগরী মুম্বইয়ে। সেখানেই তাঁর অভিনয় জীবন শুরু। বহু ধারাবাহিকে কাজ করেছেন মুখ্য চরিত্র হিসেবে। সম্প্রতি অংশ নিয়েছিলেন ‘বিগ বস’-এও। সেখানেই প্রকাশ্যে আসে তাঁর প্রেমিকের নাম ও পরিচয়। সৃজিতা জানিয়ে দেন, খুব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা। সেই মতোই বিয়ে সুসম্পন্ন হল তাঁদের। বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, “আজ থেকে হাতে হাত রেখে এক নতুন অধ্যায়ের সূচনা হল।”
প্রসঙ্গত, ২০২১ সালে সৃজিতা ও মাইকেলের বিয়ের প্ল্যানিং হয়। কিন্তু কোভিডের কারণে সেই প্ল্যান পিছিয়ে যায়। এক রেস্তরাঁয় দেখা হয়েছিল দু’জনের। অবশেষে দীর্ঘ প্ল্যানিং পরিণতি পেল। ‘কসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু সৃজিতার। বলিউড ছবি ‘টাসান’এও অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও ‘লাভ কি দ্য এন্ড’, ‘মনসুন শুটআউট’, ‘রেসকিউ’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
View this post on Instagram