বড়দা বিজেপি, আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাননি দিনমজুর ভাই! অভিযোগ প্রধানের বিরুদ্ধে
BJP: কিশোর পেশায় রাজমিস্ত্রি এবং বাবলু ফুলের কারিগর। প্রবল বর্ষণে তাঁদের একমাত্র মাটির বাড়ি ধ্বসে পড়েছে। গৃহহীন তমলুকের দুটি পরিবার বারবার দ্বারস্থ হন স্থানীয় প্রশাসন এবং অঞ্চল প্রধানের কাছে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।
পূর্ব মেদিনীপুর: প্রবল বর্ষায় ভেঙে পড়েছে বাড়ি। আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম থাকলেও সুবিধা পাচ্ছে না তমলুকের দুটি পরিবার। অভিযোগ, পরিবারের বড় ভাই সক্রিয় বিজেপি কর্মী। তাই জোটেনি প্রকল্পের সুবিধা। আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের।
বড় ভাই বিজেপি কর্মী। তবে সপরিবারে আলাদাই থাকেন অপর দুই ভাই। রাজনীতির সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। বিধানসভা ভোটের অনেক আগেই আবাস যোজনার বাড়ি পাওয়ার আবেদন করেছিলেন তমলুকের নীলকুণ্ঠা গ্রামের দিনমজুর দুই ভাই কিশোর মণ্ডল ও বাবলু মণ্ডল। অভিযোগ, গ্রামের অন্যান্যরা আবাস যোজনার সুবিধা পেলেও তাঁরা সেই সুবিধা থেকে বঞ্চিত।
কিশোর পেশায় রাজমিস্ত্রি এবং বাবলু ফুলের কারিগর। প্রবল বর্ষণে তাঁদের একমাত্র মাটির বাড়ি ধ্বসে পড়েছে। গৃহহীন তমলুকের দুটি পরিবার বারবার দ্বারস্থ হন স্থানীয় প্রশাসন এবং অঞ্চল প্রধানের কাছে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। তাঁদের আরও অভিযোগ, আবাস যোজনা প্রকল্পের সুবিধাভোগী হিসেবে তালিকায় তাঁদের নাম রয়েছে। কেবল দাদা বিজেপি কর্মী বলে ইচ্ছাকৃত ভাবে আটকে রাখা হয়েছে তাঁদের আবাস যোজনার টাকা।
কয়েক বছর আগে গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছে সরকারি সাহায্যে বাড়ি তৈরির জন্য আবেদন করেছিলেন দুই ভাই। সেই মোতাবেক এই বিধানসভা ভোটের আগেই আবাস যোজনার তালিকায় নাম আসে কিশোর এবং বাবলু মণ্ডলের। ভেবেছিলেন বর্ষার মধ্যে প্রাণের ঝুঁকি নিয়ে আর ভাঙা বাড়িতে থাকতে হবে না। কিন্তু দুই ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকেনি।
এর মধ্যে গত মাসে ইয়াসের দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মাটির বাড়িটি। এখন কার্যত গৃহহীন দুই ভাইয়ের পরিবার। দাদা অলকের বাড়িতে আশ্রয় নিয়েছেন তাঁরা। সরকারি সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন পরিবার। কিন্তু প্রশাসনকে সে কথা বারবার জানানোর সত্ত্বেও কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ। বড় ভাই, বিজেপি কর্মী অলোকের দাবি, পুরোপুরি ঘৃণ্য রাজনীতির শিকার হচ্ছেন তাঁর দুই ভাই।
আরও পড়ুন: Han Zeune: চিনা গুপ্তচর হানকে নিজেদের হেফাজতে নিল লখনউ এটিএস, তোলা হবে সিজিএম আদালতে
যদিও তৃণমূল প্রধান অশোক কুমার পাইকের যুক্তি, পারিবারিক ঝামেলার কারণে প্রাপ্য টাকা আটকে রয়েছে দুই পরিবারের। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের বক্তব্য, তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন। সরকার থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে বিডিও সুমন মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখবেন।