Chandan Mondal: ‘বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতে পারে চন্দনকে’, বিস্ফোরক বিধায়ক
Chandan Mondal: শুক্রবারই নিয়োগ দুর্নীতির মামলায় চন্দন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে নিজাম প্যালেস থেকেই গ্রেফতার করা হয় এদিন।
কলকাতা: চন্দন মণ্ডলকে (Chandan Mondal) জেলের মধ্যে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলতে পারে এই তৃণমূল (TMC) সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে চন্দন গ্রেফতার হওয়ার পর এমনটাই বললেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। শুক্রবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুটিয়ায় বিজেপির একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, চাকরি দুর্নীতির একটি গোড়া আমাদের মহাকুমায় আছে। তাঁর নাম চন্দন মণ্ডল। আজ তাঁকে সিবিআই গ্রেফতার করেছে, চার দিনের হেফাজতে নিয়েছে। আগামিদিনে রাঘববোয়ালদের নাম সামনে আসবে বলেও মন্তব্য করেন তিনি। তথ্য প্রমাণ লোপাট করতে চন্দনকে মেরে ফেলা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তৃণমূলকে আক্রমণ করে বিধায়ক বলেন, আমরা বাংলার সরকারকে বিশ্বাস করি না। এরা ছলনাময়ী। এরা জেলেও কিছু করতে পারে। সিবিআই-এর হেফাজতেও এরা লোক ঢোকাতে পারে। আসল চোর সামনে আনার জন্য এদের সুরক্ষা দেওয়ার দরকার আছে।
তদন্তকারীদের উদ্দেশে তিনি বলেন, চন্দন মণ্ডলকে সামলে রাখবেন। তাঁকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে পারে এই তৃণমূল সরকার। কারণ তথ্য প্রমাণ লোপাট করতে হবে। তাঁর দাবি, চন্দনকে জেরা করলে যদি অন্য কোনও নেতার নাম সামনে এসে যায়, সে কারণেই মেরে ফেলা হতে পারে চন্দনকে।
বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপি বিধায়কের মন্তব্য সম্পর্কে বলেন, ‘ইডি সিবিআই তাহলে কী করতে আছে? স্বপন মজুমদারের কোনও কাজ নেই। জনসংযোগ নেই। কুৎসিত, কুরুচিকর কথা বলে কীভাবে প্রচারে থাকা যায়, শুধুই সেই চেষ্টা। আইনের ওপরও কোনও ভরসা নেই।’
শুক্রবারই নিয়োগ দুর্নীতির মামলায় চন্দন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে নিজাম প্যালেস থেকেই গ্রেফতার করা হয় এদিন। বাগদার বাসিন্দা ওই ব্যক্তির বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। চন্দনকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মোট ৬ জনকে গ্রেফতার করেছে সিবিআই।