Liger in Trouble: ‘লাইগার’ ছবির গানের কথায় ধর্ষণের সংলাপ! তীব্র ঘৃণা ও আক্রমণে জর্জরিত নির্মাতারা
Liger: 'লাইগার'কে নিয়ে প্রত্যাশার পাহাড় জমেছে নির্মাতাদের মনে। কোনও ধরনের ভুল তাঁরা করতেই চাইছেন না।
সম্প্রতি মুক্তি পেয়েছে বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে অভিনীত ছবি ‘লাইগার’-এর নতুন গান ‘আফত’। গানটি প্রকাশ্যে আসতেই সমালোচিত হচ্ছে এই তার কথা। বলা হচ্ছে, সেই গানে নাকি রয়েছে ধর্ষণের সংলাপ। যেমন ‘ভগবান কে লিয়ে মুঝে ছোড় দো’ (ভগবানের জন্য আমায় ছেড়ে দাও)। সমালোচকদের মনে হয়েছে ‘ধর্ষণ বিশেষ’ কথাগুলো খুবই স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়েছে ছবিতে। যেটা একেবারেই কাম্য নয়। এবং সেটা খুব খারাপ প্রতিক্রিয়া তৈরি করছে দর্শকদের মধ্যে। একজন দর্শক সরাসরি লিখেছেন, “‘লাইগার’-এর নতুন গান ‘আফত’ পুরনো হিন্দি ছবির রেপ সিন ডায়লগ ব্যবহার করেছে। এটাকে কি শিল্প বলা উচিত হবে?” অন্য এক দর্শক সরাসরি আক্রমণ করেছেন বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তাঁর বক্তব্য, “অসহ্য। একটি নারীবিদ্বেষী ইন্ডাস্ট্রি ও একটি অতি নারীবিদ্বেষী ইন্ডাস্ট্রির যৌথ প্রয়াসে তৈরি ছবি থেকে এর চেয়ে বেশি আপনি কীই বা আশা করতে পারেন?”
এখানেই থেমে নেই বিষয়টা। ‘লাইগার’-এর গানটি আরও অনেকটা ঘৃণার উদ্রেক করেছে দর্শকের মনে। এক দর্শক লিখেছেন, “আধুনিক গানে এরকম একটি রেপ সিন ডায়গল রাখলে সেটা শ্রোতাদের ভাল লাগবে, এটা কে ভেবেছিলেন জানতে চাই!” ‘লাইগার’কে নিয়ে প্রত্যাশার পাহাড় জমেছে নির্মাতাদের মনে। কোনও ধরনের ভুল তাঁরা করতেই চাইছেন না। ফলে গান থেকে হয়তো তাঁরা এই কথাগুলিও বাদ দিয়ে দেবেন তাড়াতাড়ি।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘লাইগার’-এর ট্রেলার। ট্রেলারটি আগেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। দক্ষিণ ভারত ও বলিউডের মিশেলে তৈরি হয়েছে এই ছবি। ‘লাইগার’ একটি ক্রসব্রিড প্রাণী। বাঘ ও সিংহের মিশ্রণ। এটিকে রূপক হিসেবেও ধরে নেওয়া যেতে পারে – বলিউড ও দক্ষিণের সেরা সমন্বয়!